রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » লাউড়েরগড় সীমান্ত দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের সময় জব্দ করেছে বিজিবি
লাউড়েরগড় সীমান্ত দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের সময় জব্দ করেছে বিজিবি
মোবারক হোসাইন, তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন লাউড়েরগড় সাহিদাবাদ এলাকায় সীমান্ত দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের সময় জব্দ করেছে লাউড়েরগড় বিজিবি। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় এই ঘটনা ঘঠে। জানা যায় ভারতে ইলিশ মাছ আটক হওয়া মাছের পরিমাণ ছিলো ৪৬ কেজি পাঁচশ গ্রাম বলে বিজিবি থেকে এই তত্ত্ব পাওয়া গেছে।
তত্ত্ব সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে লাউড়েরগড়ের শাহিদাবাদ ( শাহ আরেফিন) এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।তখন বিজিবি সদস্যরা এগুলো জব্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা করে বলেন, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়েই দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ শাহিদাবাদ এলাকাতে রেখে পালিয়ে যায়। লাউড়েরগড় বিজিবি ক্যাম্প এই বিষয়য়ে সবসময় সতর্ক রয়েছে। আমাদের চোখে ফাঁকি দিয়ে কোনোভাবেই চোরাকারবারির এসব জিনিস পাচার করতে পারবে না । আমরা এই বিষয় যথেষ্ট সতর্ক রয়েছি।
বিষয়: #ইলিশ #জব্দ #পাচার #বিজিবি #ভারত #মাছ #লাউড়েরগড় #সময় #সীমান্ত




ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা।
ছাতকে ইউএনও তরিকুল ইসলাম বিদায়ী, নতুন ইউএনও মিজ ডিপ্লোমেসি চাকমা যোগদান করেন এক বছরের প্রশাসনে অর্জন উন্নয়ন–শৃঙ্খলা–মানবিকতার অসামান্য দৃষ্টান্ত !
ছাতকে পৌর পূজা কমিটির বিদায় সংবর্ধনা ইউএনও মোঃ তরিকুল ইসলামকে
ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার
ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: মিলন
সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি
