মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » দেড়যুগ ধরে অবৈধ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে হুংকার দিয়ে আসছি - কামরুজ্জামান কামরুল
দেড়যুগ ধরে অবৈধ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে হুংকার দিয়ে আসছি - কামরুজ্জামান কামরুল
মোবারক হোসাইন, তাহিরপুর - সুনামগঞ্জ :

ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেছেন, মামলা- হামলা মাথায় নিয়ে বিগত দেড় যুগ ধরে অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে হুংকার দিয়ে আসছি সুনামগঞ্জ ১- আসনের ঐক্যবদ্ধ বিএনপি। পুলিশের বন্দুকের মুখেও গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এখানের সর্বস্তরের বিএনপি নেতা - কর্মী পিছপা হয়নি। ছাত্র- জনতার একদফা আন্দোলনেও তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর বিএনপির পরিবার ছিলো রাজপথে সক্রিয়।
এসময় তিনি আরো বলেন, যাদু কাটা নদী থেকে কিছু আওয়ামী লীগের অবৈধ ব্যবসাী নদীর পাড় কেটে বালু উত্তোলন করতেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। যাদু কাটা নদী, শিমুল বাগানের পাড় কেটে বালু উত্তোলন করা মানে আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট করা এতে আমাদের পরিবেশের উপর সমস্যা সৃষ্টি হচ্ছে । এতে আমাদের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের জনগণের সম্পদ আমাদের সবার রক্ষা করতে হবে। নদীর পাড় কাটা বন্ধ করতে হবে। তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ লামাগাও বাজারে পথসভায় একথা বলেন তিনি।
তখন এই পথসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক, মেহেদী হাসান উজ্জ্বল’সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা,উপজেলা ও অত্র ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই পথসভায় উপস্থিতি ছিলেন।
বিষয়: #অবৈধ #কামরুজ্জামান #কামরুল #দেড়যুগ #রাজপথ #সরকার #হাসিনা #হুংকার




সুনামগঞ্জে হোটেল মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সুনামগঞ্জে নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জনের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ব্যবসায়ী–গ্রাহকদের ফুঁসে ওঠা ক্ষোভ
ছাতকে নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জে হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন’র কমিটি গঠিত : সভাপতি মিজান-সম্পাদক দেলোয়ার
ছাতকে পল্লী বিদ্যুতের ‘গড়-বিলের কারসাজি’—গ্রাহকরা জিম্মি দুর্নীতির দৌরাত্ম্যে!
সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ৫ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
