সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » ছাতকে সালিশের জামানত আত্মসাৎ থানায় মামলা
ছাতকে সালিশের জামানত আত্মসাৎ থানায় মামলা
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি

ছাতকে সালিশের জামানতের টাকা আত্মসাৎ করার অভিযোগে উপজেলার কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির আপ্তাব উদ্দিনের বিরুদ্ধে উপজেলার কালারুকা ইউনিয়নের গাইরগাঁও গ্রামের বাসিন্দা মৃত কলমদর আলীর ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর ও কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মধ্যে মারামারি সংক্রান্ত ঘটনা ঘটেছিল। এ ঘটনাকে কেন্দ্র করে কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিন বিচার সালিশে জামানতের টাকা দুই লাখ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেন। এর পর থেকে সামাজিকভাবে মারামারি ঘটনার বিচার শেষ হলে ও ১০ বছরেও জামানতের টাকা ফেরত না দিয়ে আওয়ামীলীগ নেতার নানা টালবাহানা শুরু করে আসছে। তার কাছে জামানতের টাকা ফেরত চাইতে গেলেও হামলা, মিথ্যা মামলার ভয় দেখিয়ে হুমকী ধামকী দিতেন। সাবেক সরকার দলীয় এমপি মানিকের চাচতো বোনের জামাই হিসাবে ক্ষমতার দাপটে কারনে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। সালিশ বৈঠকের জামানতের দুই লাখ টাকা গত ২০২৩ সালের ২০ ডিসেম্বর টাকা চাইতে গেলেও জাতীয় নির্বাচন প্রচারণার নির্দেশ আসছে পরে টাকা দেয়া হবে। এরপর ২০২৪ সালের ২২ জানুয়ারী আবারোও জামানতের টাকা চাইলে টাকা না দিয়ে আপ্তাব উদ্দিন সময় ক্ষেপন করতে থাকে। এ সময় অভিযোগে উল্লেখি ২ নং বিবাদী রফিক মিয়া তাদেরকে জামানতের টাকা চাইলে প্রাণে মারার হুমকী দেয়। গত ১৬ আগষ্ট সাক্ষীদের নিয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলমকে এ বিষয়টি অবগত করলে তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। ভুক্তকারি নিজাম উদ্দিন জানান, আপ্তাব উদ্দিন ক্ষমতাসিন দলের নেতা হওয়ার সুবাদে তার দেওয়া জামানতের দুই লাখ টাকা চাইলে মিথ্যা মামলা হামলার ভয়ে আমরা এতোদিন অভিযোগ করার সাহস পাইনি। স্বৈরাচারি সরকার পতনে পর এখন অভিযোগ থানায় দায়ের করেছি। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তে সত্যতা পেলেই আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #ছাতক




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
