সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » জামালগঞ্জে শামীমসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা
জামালগঞ্জে শামীমসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা
জামালগঞ্জ, সুনামগঞ্জ, প্রতিনিধি ::

গত ৪ আগস্ট জামালগঞ্জে ছাত্র-জনতার উপর হামলা মারধর ও হাসপাতালে চিকিৎসা নিতে বাঁধা প্রদান করার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ৭৬ জনকে আসামী করে জামালগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
২৫ আগস্ট বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা শহিদুল ইসলাম এ মামলাটি দায়ের করেন। মামলাটি দায়ের করার পর পরই আমলে নিয়েছে জামালগঞ্জ থানা পুলিশ।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান রেজাউল করীম শামীমকে এ মামলার প্রধান আসামী করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন রেজাউল করীম শামীমের ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পারভেজ, শামীমের ছেলে রেজোয়ান মাহমুদ বাবু, পারভেজের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রিফাত শাহরিয়ার ফাহিম, নয়াহালট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুজ জহির, আব্দুজ জহিরের ছেলে রাহাত, জামালগঞ্জ উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ফেকুল মাহমুদপুর গ্রামের মিসবাহ উদ্দিন, উত্তর কামলাবাজ গ্রামের লাল মাহমুদের ছেলে মিছির আলী, ছাদির মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন, হোসেন আলীর ছেলে খুরর্শিদ আলী, পলক গ্রামের বশির মিয়ার ছেলে আবুল হোসেন, লম্বাবাঁক গ্রামের মৃত করম আলী তালুকদারের ছেলে মোবারক আলী তালুকদার, মোবারক আলীর ছেলে মাসুক তালুকদার, ইমরান আলী তালুকদার, মৃত জাফর মিয়ার ছেলে রুবেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৃত মুসলিম মিয়ার ছেলে নাজমুল হোসেন।
মামলার বাদী নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম।
এজাহারে উল্লেখ করেন গত ৪ আগস্ট জামালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্ররা জামালগঞ্জ ডিগ্রি কলেজ থেকে শান্তিপুর্ণ একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদে যাওয়ার পথে উপজেলা পশু হাসপাতালের সামনে যেতে না যেতেই রামদা, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে আওয়ামীলীগ ও তাঁদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাঁরা হামলা করেন। পরে আহতরা পল্লী চিকিৎসকের সেবা নেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস বলেন, নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৭৬ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নেয়া হয়েছে। আসামীরা পলাতক, গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিষয়: #সুনামগঞ্জ




ছাতকে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে কোটি টাকার ঘুষ-বাণিজ্য
সুনামগঞ্জে মিথ্যা মামলার তদন্ত কর্মকর্তাকে কঠিন জবাব দিলেন ভুক্তভোগী খোরশেদ আলম
শরিফ ওসমান হাদির মৃত্যু সংবাদে সুনামগঞ্জে এনসিপির উদ্যোগে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ
উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা।
ছাতকে ইউএনও তরিকুল ইসলাম বিদায়ী, নতুন ইউএনও মিজ ডিপ্লোমেসি চাকমা যোগদান করেন এক বছরের প্রশাসনে অর্জন উন্নয়ন–শৃঙ্খলা–মানবিকতার অসামান্য দৃষ্টান্ত !
ছাতকে পৌর পূজা কমিটির বিদায় সংবর্ধনা ইউএনও মোঃ তরিকুল ইসলামকে
ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
