রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » ভারতের পানি আগ্রাসন সহ সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে ” জন জোট - পিপলস্ এলায়েন্স ।
ভারতের পানি আগ্রাসন সহ সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে ” জন জোট - পিপলস্ এলায়েন্স ।
প্রেস বিজ্ঞপ্তি

ভারতের পানি আগ্রাসন সহ সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । জন জোট কতৃক আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করনে ” জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব শামিম ( মার্চেন্ডাইজার ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন জন জোটের প্রধান সমন্বয়ক ” ফার্মাসিস্ট মুজাম্মেল মিয়াজী -
তিনি বলেন - বাংলাদেশ ছাত্র জনতা এক হয়ে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজিয়েছে । তাই ভারতের বিদায় ঘন্টা বাজানো এটা কোন ব্যাপার নয় । শেখ হাসিনা যেইভাবে পালিয়েছে ঠিক সেইভাবে ভারতের সকল দালাল ও র কে এই দেশকে পালাতে হবে ।
ভারত বরাবরই বাংলাদেশের উপর অতিমাত্রায় আগ্রাসন চালিয়ে আসছে । সীমান্তে অসংখ্য বাংলাদেশী নাগরিকদের হত্যা করেছে । স্বৈরশাসক শেখ হাসিনাকে বৈধতা দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার শেষ করে দিয়েছিল । র কে দিয়ে গুম খুনের একটি আন্ডারগ্রাউন্ড তৈরি করেছে বাংলাদেশে । জোর পূর্বক অসম চুক্তি করে নিয়েছে শেখ হাসিনা সরকার দ্ধারা ।
ঠিক সেই ধারাবাহিকতায় আজ ফেনী সীমান্তে বাঁধ খুলে দিয়ে প্রায় অর্ধ কোটি মানুষকে ভাসিয়ে দিয়েছে ভারত । আন্তর্জাতিক পানি বন্টনকে লঙ্ঘন করেছে তারা । তাদের এই ধরনের আগ্রাসন বাংলাদেশের মানুষ আর মেনে নিবেনা ।
তারা যদি আগ্রাসন চালিয়ে যায় তবে আমরা সেভেন সিস্টার্সের স্বাধীনতা নিয়ে কথা বলতে বাধ্য হব । যদি সেভে সিস্টার্স স্বাধীনতা চায় । এটা ভারতের জন্য একটি সতর্ক বানী ।
ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বন্দ্ধুত্ব চায় তবে পানি আগ্রাসন সহ সকল আগ্রাসন বন্ধ করতে হবে এবং বাংলাদেশের জনগণকে বিগত দিনের ভুলের হিসাব বুঝে দিতে হবে ।
আরো বক্তব্য রাখেন- জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বিষয়ক সমম্বয়ক সুরাইয়া ইয়াসমিন- তিনি বলেন
ভারতের পানি আগ্রাসন হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে শত্রুতাপূর্ণ মনভাব । এটা ভারতের জন্যই ক্ষতিকর হবে বলে আমি মনে করি ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী সমন্বয়ক রেশমা আক্তার - তিনি বলেন
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে । আরো ভুল করছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে শেখ হাসিনাকে ভারতে বসে গুটি বাজি করার সুযোগ দেওয়া ।
পানি আগ্রাসন তার উদাহরণ । এটা ভারতের জন্য হুমকি হয়ে উঠবে বলে আমি মনে করি ।
বক্তব্য রাখেন - ছাত্র জন জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন - তিনি বলেন
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনতা প্রতিজ্ঞাবদ্ধ । ভারত হুসিয়ার করে বলে দিতে চাই - সাবধান হয়ে যান আর নতুবা বাংলাদেশের জনগণ এর জবাব দিবে ইনশাআল্লাহ্
বক্তব্য রাখেন - জন জোটের কেন্দ্রীয় সহ সমন্বয়ক আবদুল হাই ও জন জোটের কেন্দ্রীয় শ্রমিক সহ সমন্বয়ক দুলাল মিয়া ।
অনুষ্ঠানের সভাপতি শামীম মাহবুব ( মার্চেন্ডাইজার ) তার সমাপনী বক্তব্যে বলেন- আমরা কোন দেশরই আগ্রাসন ও আধিপত্য মানবনা । ভারতের পানি আগ্রাসন, সীমান্ত হত্যা আগ্রাসন এবং অসম চুক্তি আগ্রাসন সহ বিভিন্ন ধরনের আগ্রাসনের জন্য বাংলাদেশের জনগণ ভারতকে ঘৃণা করে । ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হওয়া আমাদের জন্য লজ্জা । আমরা জন জোট-পিপলস্ এলায়েন্স ভারতের সকল প্রকার আগ্রাসন ও আধিপত্য বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন জোটের সহ সমন্বয়ক মেজবাহ সরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ৷।
বিষয়: #আগ্রাসন #পানি #ভারত




মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
