বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে খুন হলো ৫সন্তানের জননী।
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে খুন হলো ৫সন্তানের জননী।
নিজস্ব প্রতিবেদক ::

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গত ১১ আগষ্ট রবিবার গভীর রাত ১২ আগষ্ট (সোমবার) এলাকার প্রভাবশালী দূর্বত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রান হারান ৫সন্তানের এক জননী।
কিছু দূর্বত্ত এই রাতে ঘটনাটি ঘটানোর পর এই মহিলাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার করা হলে এই মহিলাকে সিলেট নিয়ে যাওয়া হয়।
সেখানে তার চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যু হয়। তারপর সেখানে মহিলার লাশের ময়নাতদন্তের কাজ সম্পন্ন করে আজ ১৪ আগষ্ট(বুধবার)দুপুরের দিকে লাশ নিয়ে আসা হয় বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর নিকট।
পরে স্বামী সেনাবাহিনীর এই ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন স্বামী ও লাশের সাথে আসা আত্বীয় স্বজন।
এছাড়াও তারা এই ঘটনার পরদিন সকালে সেনাবাহিনীকে অবগত করেছিলেন বলে জানান।
এই ঘটনা অবগত করার পর গতকাল ১৩ আগষ্ট (মঙ্গলবার) সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন এবং যেই ঘরটিতে এমন ঘটনা ঘটানো হয়েছে এই ঘরটি তারা জব্দ করে এসেছেন বলেও জানিয়েছেন তারা।
বিষয়: #খুন #গিয়ে #জননী #নিজস্ব #প্রতিবেদক #বাঁচাতে #বানিয়াচং #সন্তান #স্বামী #হবিগঞ্জ #হলো




হবিগঞ্জে ধানের শীষ নিয়ে লড়বেন যারা
শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা পর হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু
হবিগঞ্জ বিজিবির কোটি টাকার মালামাল জব্দ
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও ২ ভূমি কমিশনার সহ ৪ কর্মকর্তার ১ বছরের কারাদণ্ড
হবিগঞ্জ শহরের লন্ডনীর ভাড়াটিয়া বাসায় চোরের দাঁড়ালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী জনি দাস’র।।
সিলেটে সেনাবাহিনীর হাতে আ ট ক আওয়ামী লীগ নেতা
নবীগঞ্জের শেখরপাড়ায় দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ডাকাতি।।
মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুকের গলিত মরদেহ উদ্ধার
মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার
