শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯
সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯
ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে সুন্দরবনে বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯টিতে।
৩১ মে, শুক্রবারও সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আরও ১৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো সাংবাদিকদের জানান, ২৮ মে থেকে সুন্দরবনে তল্লাশি করে প্রতিদিন মৃত হরিণ উদ্ধার করা হচ্ছে। আজও বনের বিভিন্ন এলাকা থেকে ১৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হরিণের দেহের বেশিরভাগ অংশ পচে গেছে। এ নিয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ১১১টি মৃত হরিণ, ৪টি মৃত বন্য শূকর এবং একটি জীবিত অজগর উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জলোচ্ছ্বাসের ফলে নদীতে ভাসতে থাকা জীবিত ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এখনও বনের মধ্যে বন বিভাগের সদস্যরা তল্লাশি চালাচ্ছে। দুয়েকদিনের মধ্যে তল্লাশি শেষ করা হবে।
বিষয়: #সুন্দরবন
      
      
      



    দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।    
    দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও  পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী    
    মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা    
    দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী    
    দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর    
    শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন    
    শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী  বাঁচাতে মোংলায় মানববন্ধন    
    মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল    
    শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের   উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন    
    দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি    
  