সোমবার ● ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » শীতপ্রধান কাশ্মীরে ২৫ বছরের রেকর্ড তাপপ্রবাহ
শীতপ্রধান কাশ্মীরে ২৫ বছরের রেকর্ড তাপপ্রবাহ
চলতি জুলাই মাসে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত শীতপ্রধান অঞ্চল কাশ্মীরে ২৫ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমে এই অঞ্চলের মানুষ বিপর্যস্ত হয়ে বৃষ্টি প্রার্থনা করছেন। এই অস্বাভাবিক গরমের কারণে ছোটদের স্কুল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। আগামী দু’দিন পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কুলে যাবে না, তবে শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।

রবিবার (২৮ জুলাই) জারি করা কাশ্মীর প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে, ২৯ এবং ৩০ জুলাই তীব্র গরমের কারণে সকল সরকারি ও বেসরকারি স্কুলের ছোটদের ক্লাস বন্ধ থাকবে।
সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত (২৮ জুলাই) রবিবার কাশ্মীরে ছিল জুলাইয়ের সর্বাধিক উষ্ণতম দিন। কাশ্মীরের শ্রীনগর শহরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ছিল সেখানে এ বছরেরও সর্বোচ্চ তাপমাত্রা।গত কয়েকদিন ধরেই উপত্যকার একাধিক এলাকায় প্রচণ্ড তাপপ্রবাহ বইছে।
কাশ্মীরের আপেল, আখরোট-সহ বিভিন্ন বাগানের মালিক ও কর্মীদের সতর্ক করে জানানো হয়েছে, এই গরমে তাদের কী কী ব্যবস্থা নিতে হবে।
কাশ্মীর জুড়ে এই তাপপ্রবাহ পরিস্থিতিতে নাজেহাল বাসিন্দারা। এই মুহূর্তে যারা সেখানে বেড়াতে গিয়েছেন, ভূস্বর্গের উষ্ণ আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছে তাদেরও। পরিস্থিতি এমনই যে, সেখানে ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে। স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আগামী দু’দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কাশ্মীরে ১৯৯৯ সালের ৯ জুলাই ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। ২৫ বছর পর আরেকবার রেকর্ড তাপমাত্রার সাক্ষী হলো কাশ্মীরের রাজধানী শহর। এর আগে ১৯৪৬ সালের ১০ জুলাই ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কাশ্মীরের শ্রীনগরে।
বিষয়: #প্রধানমন্ত্রী




প্রধান উপদেষ্টার বিবৃতির শব্দ চয়নে ‘সতর্ক’ করল ভারত
আরও এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নারী ও শিশুসহ নিহত ৪০
নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৩৬
বাংলাদেশ-নেপালের পর জেন-জি বিক্ষোভে আরেক সরকারের পতন
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা-অগ্নিসংযোগ, নিহত ৪
গাজায় আরও ৯১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
এবার ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৫
অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর
কাতারে ইসরাইলের হামলায় ‘অসন্তুষ্ট’ ট্রাম্প
