বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » রংপুর » ঠাকুরগাঁওয়ে ভাইরাল হওয়া সৌরভ গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ভাইরাল হওয়া সৌরভ গ্রেফতার
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি :

২০২২ সালের ১৮ আগষ্ট ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়ক থেকে প্রায় ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান বলে জানান শাকির হোসেন সৌরভ (২৮)। আর সে টাকা ফেরৎ দিতে সারা শহড়জুড়ে মাইকিং করা হয়। মাইকিং করার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে চলে তুমুল আলোচনা। কয়েকজন গণমাধ্যম কর্মীকে ব্যবহার করে বিষয়টির ব্যাপক প্রচারের মাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, শাকির হোসেন সৌরভ ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মেশিনারির মালিক মাহমুদ আলমের ম্যানেজার ছিলেন। সে পিএইচপি এরাবিয়ান হর্স ঢেউ টিন ও আনোয়ার সিট টিনের ডিলার শীপ পরিচালনা করতেন। ওই সময় উভয়ের যোগসাজসে জেলার রাণীশংকৈলসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে কোম্পানির অফার ও মূল্য ছাড়ের কথা বলে গোবিন্দ চন্দ্র মন্ডলসহ ৮ ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা গ্রহন করেন। উল্লেখিত টাকা মাহমুদ আলম, সৌরভ ও সৌরভের স্ত্রী ফরিদা পারভিনের একাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়।
কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মামলার আসামি মাহমুদ আলম ও তার ম্যানেজার সাকির হোসেন সৌরভ ঢেউ টিন ও সিমেন্টের টিন দিতে গড়িমসি করে। এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে গোবিন্দ চন্দ্র মন্ডল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ২০২৩ সালের ৫ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় চলতি মাসের ১১ জুলাই আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, রাণীশংকৈল, ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।
মামলার আসামীরা হলেন, ঠাকুরগাঁও পৌরশহরের হাজীপাড়া মহল্লার হাফিজ উদ্দীনের ছেলে মাহামুদ আলম (৫৩), শান্তিনগর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সাকির হোসেন সৌরভ (২৮) ও জাকির হোসেন শাওন (২৪) এবং সৌরভের স্ত্রী ফরিদা পারভিন (২৩)।
বাদী পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, পিআরবি’র তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ায় আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়: #গ্রেফতার #ঠাকুরগাঁও #ভাইরাল #সৌরভ #হওয়া




ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার স্থাপন বিষয়ে অবহিত করণ সভা
ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সাড়ে ৭ বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা
ইসকন নিষিদ্ধের দাবিতে বিরামপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ফুলবাড়ীতে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ডা.আব্দুল আহাদ
ফুলবাড়ী এসিল্যান্ডকে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান
ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ
ফুলবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ
