সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » খুলনা » আবেদের ঘাটে নৌকা চড়া কে কেন্দ্র করে প্রকাশ্যে ২ রাউন্ড গুলি।
আবেদের ঘাটে নৌকা চড়া কে কেন্দ্র করে প্রকাশ্যে ২ রাউন্ড গুলি।
খন্দকার জালাল উদ্দিন:
![]()
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির আবেদের ঘাটে নৌকা চড়া কে কেন্দ্র করে দিনের বেলায় প্রকাশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানাগেছে।
শব্দে উপস্থিত লোকজন দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। এই ঘটনায় পুলিশ সংবাদ পেয়ে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানাযায়, রবিবার বিকেল ৪,৩০মিনিটে ফিলিপনগর ইউপির চর সাদী পুর গ্রামের হানিফ তার লোকজন নিয়ে আবেদের ঘাটে নৌকা ভ্রমনে য়েয়ে মুক্তার নামে এক লোকের নৌকায় ঠিক করে ১০/১২ জন নৌকায় উঠে পড়লে নৌকার মালিক বলে এত লোক নৌকায় উঠলে ডুবে যেতে পারে।
আমি এত লোক নিয়ে যাবনা। এই নিয়ে মালিক মুক্তার ও হানিফের মধ্যে কথা কাটা কাটি হলে মুক্তারের ভাগ্নে আব্দুল মান্নানের ছেলে রানা (৪৫) যেয়ে বাঁধা দেয়। এতে হানিফ নিজ কে অপমানিত মনে করে তার সন্ত্রাসী ছেলে সজল (৩৫)কে সংবাদ দিলে সজল সহ তার ৭/৮ জন সন্ত্রাসী দল নিয়ে মটর সাইকেল যোগে আবেদের ঘাটে এসে রানার নাম ধরে গালিগালাজ করতে থাকে এবং তার হাতে থাকা আগ্নেয় অস্ত্র উচু করে পরপর ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। রানা সহ উপস্থিত ঘাটে থাকা লোকজন দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। পরে লোকজন এ ঘটনার দ্রুত বিচার দাবী করেছেন জানাগেছে।
বিষয়: #আবেদের ঘাটে #গুলি #চড়া #নৌকা




কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
