মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ছাতকে কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
ছাতকে কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
![]()
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়তে শুরু করেছে। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের পিল্লাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত উঠান বৈঠক।
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কালারুকা ইউনিয়ন বিএনপির সদস্য হাজী কদরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইব্রাহিম আলী রাসেল। স্থানীয় নেতা-কর্মী, তরুণ ভোটার, গ্রামবাসী ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে বৈঠকটি ছিল উৎসবমুখর ও পরিপাটি শৃঙ্খলার প্রতিচ্ছবি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রমের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ও জাতীয়তাবাদী ফোরাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এ কে এম রিপন তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে গণতন্ত্র ফিরে পেতে হলে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনই পারেন এ এলাকায় দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও দুঃশাসনের অবসান ঘটাতে।”
বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট আব্দুল কাহার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহী, বিএনপি নেতা বাদশা মিয়া, জমসিদ আলী, জালাল মিয়া, গোস উদ্দিন, উপজেলা যুবদল নেতা সামছুল হক, কালারুকা ইউনিয়ন যুবদল নেতা আব্দুল হুছাইন, যুবনেতা লায়েক আহমদ সানি প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের অব্যাহত দুঃশাসন, গুম-খুন, মিথ্যা মামলা, দমন-পীড়ন এবং নির্বাচন প্রহসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা বলেন—এবারের নির্বাচন হচ্ছে জনগণের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই পিল্লাপাড়া থেকে শুরু করে পুরো ছাতক–দোয়ারাবাজার জুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
বক্তারা আরও বলেন, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন তাঁর সংসদ সদস্য থাকার সময়ে এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন, তা আজও মানুষের মনে গেঁথে আছে। তাই উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তাঁকে পুনরায় বিজয়ী করা সময়ের দাবি।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারাও আস্থা ও আশা প্রকাশ করে বলেন, যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। তারা একতাবদ্ধভাবে বিএনপির পক্ষে ভোট বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেন।
শেষে বক্তারা পিল্লাপাড়া গ্রামসহ পুরো ইউনিয়নের জনগণকে দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।
বিষয়: #উদ্দিন #কলিম #ছাতক




এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: খসরু
‘১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে’
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির
২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়
জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
