শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু একদিন পরে জানাজা।
রাঙ্গুনিয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু একদিন পরে জানাজা।
পান্থনিবাস বড়ুয়া , রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ::
![]()
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু রহস্যজনক বলে উল্লেখ করে এলাকাবাসী। তাঁর নাম আসরাত জাহান (২২)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার প্রবাসী মো. জাহাঙ্গীর এর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আসরাত জাহানের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যু রহস্যজনক।
পুলিশ জানায়, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন এবং আশপাশের লোকজনকে জানান যে আসরাত জাহান পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তবে মরদেহ দেখতে না দেওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠান।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
বিষয়: #চট্টগ্রাম #পান্থনিবাস #বড়ুয়া #রাঙ্গুনিয়া




বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহ’র বদলি ও পদোন্নতিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়
ঘুষ না পেয়ে আদালতে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
বাংলাদেশ কৃষি ব্যাংক, চিরিংগা শাখার উদ্যোগে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উদযাপন
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
নোয়াখালীতে নিরীহ ব্যক্তিকে মারধর থেকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ১
নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা
নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
