সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » জাতীয় » নভেম্বরে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৫৩৩ প্রাণহানি
নভেম্বরে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৫৩৩ প্রাণহানি
বজ্রকণ্ঠ
![]()
গত নভেম্বর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সময়ে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত এবং ৮৯৯ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংগঠনটি বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে শুধু সড়কেই নয়, রেল ও নৌপথেও উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। রেলপথে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪০ জন, আহত হন ১ জন। আর নৌপথে ৭টি দুর্ঘটনায় নিহত ৬ জন, নিখোঁজ হন ৪ জন। সব মিলিয়ে মোট ৫৭৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩৩ জন এবং আহত ৯০০ জন।
অক্টোবরে বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে– ১৫৫টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে– ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন।
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল। মাসটিতে ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার শিকার হওয়া মোট ৭৪৬টি যানবাহনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল (৩১ দশমিক ২৩ শতাংশ), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি (২০ দশমিক ২৪ শতাংশ), বাস (১৩ শতাংশ), ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক (১৩ শতাংশ), সিএনজিচালিত অটোরিকশা (৭ দশমিক ১০ শতাংশ), নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা (৯ দশমিক ১১ শতাংশ), কার-জিপ-মাইক্রোবাস (৬ দশমিক ১৬ শতাংশ)।
দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন। এর মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (১২ জন), চালক (১১৩ জন), পথচারী (৯৭ জন), পরিবহন শ্রমিক (৪১ জন), শিক্ষার্থী (৪৫ জন), শিক্ষক (১২ জন), নারী (৮০ জন), শিশু (৬০ জন), চিকিৎসক (৫ জন), সাংবাদিক (৫ জন) এবং রাজনৈতিক নেতাকর্মী (৬ জন)।
দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে: ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করা, রাতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ ও যানবাহনের ডিজিটাল ফিটনেস প্রদান, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ করা।
বিষয়: #দুর্ঘটনায় #নভেম্বর #নৌ #প্রাণহানি #রেল #সড়ক




পরিচয় মিলেছে সুদানে হতাহত ১৪ বাংলাদেশি শান্তিরক্ষীর
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
তফসিল ঘোষণা কবে, এখনো ঠিক হয়নি: ইসি সচিব
ভূমিকম্পে সরকারি ভবনগুলো বেশি ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস
বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত
নির্বাচন প্রতিহত করতে চাইলেই ব্যবস্থা: সিইসি
ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরে খসে পড়লো বিমের পলেস্তারা
রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্টকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার
