সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়
আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়
বজ্রকণ্ঠ
![]()
সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, হার-জয়ের সংমিশ্রণে দিন কাটাচ্ছে তারা। এমন এক সময় আলাভেসকে হারিয়ে স্বস্তির জয় পেল লস ব্লাঙ্কোসরা।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে লা লিগায় কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে ২-১ গোলে আলাভেসকে হারায় রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে জাবি আলোনসোর দল।
ম্যাচের শুরুতেই হাঁটুতে আঘাত পেয়ে কিছুটা সমস্যায় পড়েন এমবাপ্পে। চোট কাটিয়ে ওঠার পরই অবশ্য দলকে এগিয়ে নেন এই ফরাসি তারকা। ২৪তম মিনিটে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের বাধা এড়িয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি। লা লিগায় এটি এমবাপ্পের ১৭তম গোল।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। উল্টো যোগ করা সময়ে আলাভেসের নিশ্চিত গোলের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার দৃঢ়তায় এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আলাভেস আক্রমণ বাড়ায়। ৬৮তম মিনিটে বদলি হিসেবে নেমে এক মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান কার্লোস ভিনসেন্তে। তবে শেষ পর্যন্ত স্বস্তির গোলটি আসে রদ্রিগোর পা থেকে। ৭৬তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাস ধরে কাছ থেকে স্লাইড করে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এখন চার পয়েন্ট।
বিষয়: #আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়




শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি
হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
বিসিবির নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব
