সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী এলাকা থেকে বিজিবির অভিযানে উদ্ধারকৃত দুটি ডেটোনেটর ও ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় ৪৮ বিজিবির উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এসব বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হয়। সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা ও সীমান্তের স্থিতিশীলতা নিশ্চিত করতে সীমান্ত থেকে দূরে নিরাপদ স্থানে এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এর আগে, গত ৩১ অক্টোবর রাতে ৪৮ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার ছনবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে বালুর স্তূপের নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলভার, ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য এবং দুটি ডেটোনেটর। উদ্ধারকৃত রিভলভারটি পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়। আর ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্যটি নিরাপদে সংরক্ষণ করে সোমবার সকালে নিষ্ক্রিয় করা হয়।
অভিযান সম্পর্কে জানতে চাইলে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “দেশে চলমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে আমাদের ধারণা।”
তিনি আরও বলেন, “বিজিবির নিয়মিত গোয়েন্দা তৎপরতা, অভিযান পরিচালনা ও সতর্ক অবস্থানের ফলেই সীমান্তে এ ধরনের অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদারে মাঠপর্যায়ে নজরদারি ও অভিযান আরও বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা ও সীমান্তবর্তী এলাকায় নজরদারির ফলে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের অনেকটাই প্রতিহত করা সম্ভব হয়েছে।
স্থানীয়দের মতে, বিজিবির এই সফল অভিযান সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। তারা বলেন, “আগে সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরকের খবরে ভয় ছিল, এখন বিজিবির তৎপরতায় এলাকাটি অনেক বেশি নিরাপদ।” বিজিবির পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তারা জানান, সীমান্তে এমন অভিযান ভবিষ্যতে আরও বাড়ানো হলে অপরাধীরা নিরুৎসাহিত হবে।
উল্লেখ্য, সুনামগঞ্জ ও ছাতকের সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান সংঘটিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিজিবির সক্রিয় উপস্থিতি, আধুনিক গোয়েন্দা প্রযুক্তি ও নিয়মিত অভিযানের কারণে এসব অবৈধ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
সীমান্তে উদ্ধারকৃত এই বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার মধ্য দিয়ে বিজিবি শুধু একটি বড় ঝুঁকি দূর করেনি, বরং সীমান্ত নিরাপত্তায় তাদের অঙ্গীকার ও পেশাদারিত্বের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিষয়: #অভিযান #উদ্ধারকৃত #নিষ্ক্রিয় #বিজিবি #বিস্ফোরক #সীমান্ত #সুনামগঞ্জ




উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা।
ছাতকে ইউএনও তরিকুল ইসলাম বিদায়ী, নতুন ইউএনও মিজ ডিপ্লোমেসি চাকমা যোগদান করেন এক বছরের প্রশাসনে অর্জন উন্নয়ন–শৃঙ্খলা–মানবিকতার অসামান্য দৃষ্টান্ত !
ছাতকে পৌর পূজা কমিটির বিদায় সংবর্ধনা ইউএনও মোঃ তরিকুল ইসলামকে
ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার
ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: মিলন
সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
