রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
শহিদুল ইসলাম,প্রতিবেদক।
![]()
ইতালিস্থ জাতীয়তাবাদী যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটি’র সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সংগঠনের প্যাডে অনুমোদিত কমিটিতে আতিকুর রহমান (আতিক) সহ-সাংগঠনিক পদে স্থান পেয়েছেন। তিনি সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল ইতালি’র সিনিয়র সহ সভাপতি এবং জাতীয়তাবাদী সিলেট ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক তরুণ, মেধাবী ও নিষ্ঠাবান এই নেতাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা বলছেন, তাদের মতো সৎ ও সাহসী সংগঠককে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে পাওয়া সংগঠনের জন্য আশীর্বাদ।
দীর্ঘদিন বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয় থাকা আতিকুর রহমান দায়িত্ব পেয়ে বলেন, সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি। দলের সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে এবং সম্মিলিতভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
যুবদলের কেন্দ্রিয় কমিটি দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির সত্যতা নিশ্চিত করা হয়। কমিটিতে আব্দুল গণিকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষার্থে ফ্যাসিবাদের সাথে কখনো আপোষ করেন নি। তার হাতকে শক্তিশালী করতে প্রবাসেও আমরা জাতীয়বাদের রাজনীতি করে যাচ্ছি। আগামীর রাষ্ট্রনায়, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা সব ধরণের কর্মসূচি পালন করে যাবো। আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমি চেষ্টা করবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার।
উল্লেখ্য আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদারা গ্রামের সন্তান। বাংলাদেশের আলোচিত সামাজিক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন যাবত গরিব অসহায় দুস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বিষয়: #আতিকুর #ইতালি #কমিটি #পদ #পূর্ণাঙ্গ #মনোনিত #যুবদল #রহমান #সহ-সাংগঠনিক




বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন
যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ
সিলেটে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র আলোচনা সভা অনুষ্ঠিত
ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র দিকনির্দেশনামূলক সুপারিশ: আগামীর উন্নত জাতি গঠনের রূপরেখা
চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
টানা দ্বিতীয়বারের মত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ
সেলসফোর্স নিয়ে এলো এআই এজেন্ট পরিচালনার নতুন সমাধান ‘মিউলসফট এজেন্ট ফেব্রিক’
রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় গার্ডিয়ান ও ক্লিনিকলের যৌথ উদ্যোগ
