শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » স্বপ্নের ফেরিওয়ালা-”নতুন ভাড়াটিয়া আসবে।”
স্বপ্নের ফেরিওয়ালা-”নতুন ভাড়াটিয়া আসবে।”

মা বলল, “নতুন ভাড়াটিয়া আসবে।”
এবার যদি সুন্দরী একটা মেয়ে আসে। আমাদের বাড়িতে একটা মেয়ে নাই যার সাথে একটু প্রেম ট্রেম করবো।
সকালে দেখলাম নতুন ভাড়াটিয়া আংকেল আসছে। ওনাদের সাথে সুন্দরী একটা মেয়ে! আঃ! কী যে ভালো লাগছে!
এতদিনে একটা মেয়ে পাওয়া গেল!
প্রথমদিন থেকেই আংকেলের সাথে সম্পর্ক ভালো করে ফেলতে হবে।
নিচে গিয়ে আংকেলকে, সালাম দিলাম।
আংকেল বলল, “তুমি?”
“আমি সজিব।”
“ও আচ্ছা। সালাম সাহেবের ছেলে?”
“জি, আংকেল।”
আমি ওনার সাথে জিনিসপত্র উঠান শুরু করলাম। প্রথমে উনি বাঁধা দিলেন।
এক ঘন্টা ধরে জিনিসপত্র তিনতলায় তুললাম। কাজ শেষে আংকেল বলল, “বাসায় এস বাবা। অনেক কষ্ট করেছ।”
বাসায় ঢুকে সোফায় বসলাম। ঘরটর এখনো ভালো করে গুছান হয়নি। ওনার মেয়েটা মনে হয় ভিতরে আন্টির সাথে কাজ করছে!
আংকেল বলল,” দেখছ ঘরের অবস্থা। বেশি কিছু দিতে পারবে না। এক কাপ চা খেয়ে যাও। ”
“পরে এক সময় আসব। ”
“না, চা খেয়ে যাও বসো। আমিও তোমার সাথে চা খাবো।”
আংকেল আর আমি বসে আছি। একটু পরে সুন্দরী চা নিয়ে আসল। যাক কষ্টটা স্বার্থক হয়েছে!
আংকেল বলল,” এ হলো সজিব আমাদের বাড়িওয়ালার ছেলে! আজ খুব কষ্ট করেছে!”
আমি একটু লাজুক হাসি দিলাম।
আংকেল বলল, “এ হলো তোমার আন্টি!”
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত: স্বপ্নের ফেরিওয়ালা
বিষয়: #নতুন #ফেরিওয়ালা #ভাড়াটিয়া #স্বপ্ন




এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
ভক্তদের চমকে দিলেন জয়া
সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!
লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর
পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
