

শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » বরিশাল » ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপির সভাপতিসহ আহত ২
ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপির সভাপতিসহ আহত ২
বজ্রকণ্ঠ ::
পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার চন্ডিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্ডিপুর যাবার পথে মোটরসাইকেলটি দ্রুতগতির থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ ও ইন্দুরকানী থানা ডিএসবি মো. অলিউর রহমান গুরুত্বর আহত হন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষয়: #আহত #ইন্দুরকানী #দুর্ঘটনা #বিএনপি #সভাপতিসহ