বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » রংপুর » ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ি গ্রেফতার : মাদক উদ্ধার
ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ি গ্রেফতার : মাদক উদ্ধার
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় ৫৮০ গ্রাম শুকনো গাজা, ৮০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।সোমবার জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে মদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সালন্দর ইউনিয়নের গড়েয়া রোডস্থ ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেটের সামনে অভিযান চালায়। এ সময় ১০৫ গ্রাম শুকনো গাঁজাসহ পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার মৃত মকলেছুর রহমান ওরফে মোখলেছুরের ছেলে মো: মাসুদ ওরফে মাসুম (৩১) কে গ্রেফতার করে। একই সাথে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার রুহিয়া থানার গঞ্জুরবাড়ী গ্রামের সাগর আলীর ছেলে মো: সারোয়ার হোসেন ওরফে ঝুলু (২৮) কে ১৫৫ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ছিলাছাপা গ্রামস্থ লোহাগাড়া থেকে পীরগঞ্জ গামী রাস্তার উপর থেকে ৪ বোতল ফেনসিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মো: মমতাজ আলী (৪০) কে গ্রেফতার করে। সে ওই উপজেলার ঘোড়াধাপ (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
একই দিনে রানীশংকৈল থানা পুলিশ নেকমরদ ভবানন্দপুর (টাওয়ার পাড়া) এলাকা থেকে ২শ গ্রাম শুকনো গাঁজাসহ মো: হুমায়ুন কবির (৪২) কে গ্রেফতার করে। সে বালিয়াডাঙ্গী উপজেলার গোয়াকারী গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। একই সাথে পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ হতে ঠাকুরগাঁওগামী পীরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ভেলাতৈড় গ্রামের মো: হাফিজ উদ্দীনের ছেলে মো: দুলাল হোসেন (২৫) কে ৬০পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে রুহিয়া থানা পুলিশ রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ গ্রাম শুকনো গাঁজাসহ রিপন বর্মন (২২) কে গ্রেফতার করা হয়। সে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মোলানী (ধামাপাড়া গ্রামের বাগ্যনাথের ছেলে।
পৃথক ৬টি ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার। 
বিষয়: #ঠাকুরগাঁও
      
      
      



    ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার স্থাপন বিষয়ে অবহিত করণ সভা    
    ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সাড়ে ৭ বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা    
    ইসকন নিষিদ্ধের দাবিতে বিরামপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল    
    ফুলবাড়ীতে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত    
    ফুলবাড়ীতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ডা.আব্দুল আহাদ    
    ফুলবাড়ী এসিল্যান্ডকে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান    
    ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ    
    ফুলবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত    
    দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় কন্যাশিশু  দিবস পালিত    
    ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ    
  