

বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » মাধবপুর » নিয়মনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে শিক্ষার্থী ভর্তি প্রধান শিক্ষকের
নিয়মনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে শিক্ষার্থী ভর্তি প্রধান শিক্ষকের
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর
হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মে মাসে পঞ্চম শ্রেণীতে ছাত্র ভর্তির তথ্য পাওয়া গেছে।শিক্ষা অফিসার জানিয়েছেন,
‘আমার পুর্বানুমতি ছাড়া শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগই নেই।বিষয়টি সিরিয়াসলি দেখবো আমি।’
সরজমিনে গিয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন’কে না পাওয়া গেলেও সহকারী শিক্ষকের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে গিয়ে মে মাসে ছাত্র ভর্তি আলামত পাওয়া গেছে।সূত্র জানিয়েছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কেউ অংশ নিতে পারবে না সরকার এমন সিদ্ধান্ত নেওয়ায় কিন্ডারগার্টেন বা ওই জাতীয় প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না জানার পর ওই শিক্ষার্থীদের অভিভাবকেরা প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনকে ম্যানেজ করে ভর্তি করিয়ে নেয় যাতে তারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে।
হাজিরা রেজিস্ট্রার বলছে মে মাসে ছাত্র ভর্তি করা হয়েছে। হাজিরা খাতার ক্রমিক অনুসারে ১৮, ২২ ও ২৭ নং রোলের ছাত্র ছাত্রীকে চলতি বছরের মে মাসে ভর্তি করা হয়েছে। তাছাড়া জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনজন ছাত্রের নাম, অন্য ছাত্রর নাম মুছে নতুন ভাবে বসানো হয়েছে তা একদম স্পষ্ট।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মে মাসে ছাত্র ভর্তি বিষয়টি অস্বীকার করেন।তবে পরক্ষণেই এ বিষয়ে নিউজ না করতে অনুরোধ করতে থাকেন।
কিন্তু ছাত্র ভর্তি বিষয় কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম বলেন, কোন ছাত্র যদি পঞ্চম শ্রেণীতে ভর্তি করতে হয় অবশ্যই উপজেলা শিক্ষা অফিসারের অনুমতি পত্র নিতে হবে। আমার জানামতে ঐ স্কুলের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন কোন ছাত্র ভর্তি করার জন্য আমার কাছে অনুমতি পত্রের জন্য আসেনি। তারপরও কিভাবে ছাত্র ভর্তি করেছেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।সিরিয়াসলি বিষয়টি দেখবো আমি।
বিষয়: #নিয়মনীতি #প্রধান #বৃদ্ধাংগুলি #ভর্তি #শিক্ষক #শিক্ষার্থী