

শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের - স্নিগ্ধ দহন
শফি মো ওমর ফারুক
ইন্দ্রিয়ের দূরন্ত আলিংগনে চিত্তের কোন প্রশান্তি ; হৃদ স্পন্দনে সূল দেয়?
অনুতাপের অমিমাংসিত সংশয় প্রলেপ বুলায়, বুকের গোপন ক্ষতে।
বৃষ্টিস্নাত জল কাব্যের দ্বীপে নয়,
শীলিত পাড়ায় কৃঞ্চচূড়ার নৈসর্গে নয়,
দগ্ধ চিতার অশান্ত দাবানলে নয়,
আলোর ঝলসায় নিষিক্ত আষাঢ়ে নয়,
ছন্দে ছন্দে অলংকিত বিস্ময়কর ঐশ্বর্যে নয়,
জখম মূছে পুষ্পরেণুর পরাগায়নে নয়,
উলংগ স্বরলিপির জলজ দুর্দান্ত প্লাবনে নয়,
ক্রন্দনে পাষাণ রজনীর অমৃত সিঞ্জনে নয়,
সকল কোলাহল মূছে দিতে,- “তুমি”
তনুমন অকারণ অনুরনে প্রতীক্ষার দহন,
বিবর্ণ মলাটের আড়ালে মন কাঁদে সারাক্ষণ।
শফি মো ওমর ফারুক
১/২, ওয়ারি, ঢাকা। তাং ০৪/০৫/২০২৫ ইং
বিষয়: #-জল #কাব্যে #দহন #স্নিগ্ধ