

মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি মাধ্যমে অনুষ্ঠিত
ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি মাধ্যমে অনুষ্ঠিত
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::
ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬টি জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনোনীত হয়েছে।
গত সোমবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,কৃষি কর্মকতা তৌহিদুল ইসলাম খান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পাণি ভট্টাচার্য্য,উপজেলা বিএনপির নেতা আব্দুর রহমান,ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,সাবেক সম্বয়ক এহছানুল ইসলাম জুবায়ের অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ আহমদ, ফজল আহমদ,জানে আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম বলেন,“সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ডিলার নির্বাচনে আমরা বদ্ধপরিকর। আজকের লটারি সেটিরই প্রতিফলন ঘটেছে।”উল্লেখ্য,নির্বাচিত এসব ডিলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকারের নির্ধারিত ভর্তুকিমূল্যে ইউনিয়ন পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ করবে সরকার।
বিষয়: #কর্মসূচি #খাদ্যবান্ধব #ছাতক