মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » রাণীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
রাণীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ ):
![]()
নওগাঁর রাণীনগরের পারইল ইউনিয়নের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. জাহিদুর রহমানের নিজস্ব উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পারইল ইউনিয়নের পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৭জন ও কামতা এস,এন উচ্চ বিদ্যালয়ের ৩জন মোট ১০জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজক চেয়ারম্যান মাস্টার মো. জাহিদুর রহমান বলেন মেধাবীদের যথাযথ সম্মান প্রদানের লক্ষ্যেই এমন সামান্য সংবর্ধনার আয়োজন করা। শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা আগামীতে আরো ভালো ফলাফল করার পাথেয় হিসেবে কাজ করবে। আজকের সংবর্ধিত শিক্ষার্থীদের দেখে অন্য শিক্ষার্থীরাও আগামীতে আরো ভালো পড়ালেখার মাধ্যমে ভালো ফলাফল করার উৎসাহ পাবে। এমন ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়া পরিষদের চেয়ারম্যান মাস্টার মো: জাহিদুর রহমান, পরিষদের সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংবর্ধনা আগামীতে আরো ভালো ফলাফল করার পাথেয় হিসেবে কাজ করবে বলে মনে করে সম্মাননা পাওয়া শিক্ষার্থী ও অভিভাকরা। এসময় প্রধান অতিথি বলেন একটি পুরস্কার কিংবা একটি সংবর্ধনা ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। প্রতিটি ইউনিয়নে এই ধরণের ব্যতিক্রমী আয়োজন করার আহ্বান জানান তিনি।
বিষয়: #কৃতী #প্রদান #রাণীনগর #শিক্ষার্থী #সংবর্ধনা




জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান
ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সম্পাদক সবুজ
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন
জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
শিবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু
