

মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাধবপুরে সৈয়দ মোশাররফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
মাধবপুরে সৈয়দ মোশাররফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
জালাল উদ্দিন লস্কর মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মাধবপুর উপজেলার মনতলা অপরুপা বালিকা বিদ্যায়তনের হলরুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোশাররফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সাবেক ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মহসিন কবির।
এ সময় বক্তব্য রাখেন চৌমুহনী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন, মনতলা শাহজালাল সরকারী কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম. নূরুল ইসলাম, গোবিন্দপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন,বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ,দেওগাঁও আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শফিকুল ইসলাম ডালিম, মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক জামিল উদ্দিন,
শিক্ষক আল মাসুদ লোকমান, সৈয়দ বোরহান উদ্দিন ও মরিয়ম আক্তার।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভ কামনা জানান এবং এমন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে ১০ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মাননা সনদ ও অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
বিষয়: #প্রদান #ফাউন্ডেশন #বৃত্তি #মাধবপুর #মোশাররফ #সৈয়দ