

মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে জলদস্যুর কবলে বাল্বহেড, ডিজেল, নগদ টাকা মোবাইল লুট,আহত ৫
ছাতকে জলদস্যুর কবলে বাল্বহেড, ডিজেল, নগদ টাকা মোবাইল লুট,আহত ৫
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::
ছাতকে সুরমা নদীতে জলদস্যুর ডাকাতে কবলে পড়েছে এম বি ইদ্রিস নৌ পরিবহন বালু বোঝাই ভর্তি একটি বাল্কহেড জাহাজ। এ সময় বাল্বহেড
মাস্টারসহ কর্মীদের প্রায় ৫ ঘণ্টা অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি মোবাইল,নগদ টাকা ও ৫০০ লিটার ডিজেল লুটের ঘটনা ঘটেছে।
গত রোববার গভীর রাতে উপজেলার পৌরশহরের ফকির টিলা বিজিবি ক্যাম্পে ও নৌ পুলিশ ফাঁড়ির ৫০০ মিটারের সামনে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়,গত বোরবার গভীর রাতে ছাতক থেকে ঢাকায় যাওয়ার পথে এম বি ইদ্রিস নৌ পরিবহন নামের ওই বাল্বহেডটি জলদস্যুদের কবলে পড়ে। এসময় অস্ত্রের মুখে বাল্বহেডের কর্মীদের ইঞ্জিন রুমে জিম্মি করেন জলদস্যুরা।
বাল্বহেড থাকা প্রায় ৫০০লিটার ডিজেল লুটপাট করেছে জলদস্যুরা ডাকাতরা।বাল্বহেড নৌ পরিবহনটি সুরমা কাছাকাছি ফেলে রেখে জলদস্যুরা পালিয়ে যায়। লুট হওয়া ডিজেলের মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।
বাল্কহেড মাষ্টার মাহফুজ মিয়া ও কর্মীরা জানান, ছাতক থেকে বাল্কহেডটি বালু বোঝাই করে ঢাকার যাওয়ার পথে সুরমা নদী ও ফকির টিলা বিজিবি ক্যাম্পের মোড় ঘুরানোর সময় ওই এলাকা থেকে স্থানে একটি ট্রলারে চড়ে হানা দেয় জলদস্যুরা।
সবার মুখে ছিল জমটুপি (মুখ ঢাকার কালো মুখোশ)। মুহূর্তেই জাহাজে উঠে পড়ে তারা। মাস্টারসহ জাহাজে থাকা ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোনসহ সব কিছু ছিনিয়ে নিয়ে ইঞ্জিন রুমে আটকে রেখে বাল্বহেডটি নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। পরে বাল্বহেডটি থেকে থাকা ৬০ হাজার জিজেল লুট করে নেয়। রাতে জলদস্যুরা ডাকাতি করে ইজ্ঞিল চালিত নৌকা নিয়ে ইসলামপুর ইউপির গনেশপুর খেয়া ঘাট দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আহতরা হলেন,বি বাড়িয়া, সরাইল উপজেলার রানীদিয়া গ্রামের মৃত সাগর মিয়ার পুত্র মাহফুজ মিয়া,একই গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র শামীম মিয়া,একই উপজেলার বরইছাড়া গ্রামের রফিকুলইসলামের পুত্র সেলিম মিয়া,একই গ্রামের
মুছা মিয়া পুত্র পাভেজ মিয়া ও নাসির নগর উপজেলার পতই গ্রামের সামছু মিয়ার পুত্র আতাউর রহমান। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাল্বহেড মাস্টার মাহফুজ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক থেকে বালু বোঝাই করে ঢাকা দিকে রওনা দেন। বাল্বহেড ছাড়ার অল্প সময়ের মধ্যেই ডাকাতরা হানা দেয়। প্রথমে মুখোশ পড়া ৮জন ডাকাত বাল্বহেড এর উঠে। তাদের কাছে দেশ বিদেশেী,বড় রাম দা সহ বিভিন্ন অস্ত্র ছিল।
এব্যাপারে বালু উত্তোলন ও সরবরাহ সমিতির সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌপথে পণ্যবাহী নৌযানে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক ঘটনা ঘটে সুরমা নদীতে। ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন,এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ডিআইজির সঙ্গে ভোলাগঞ্জৈর সাদা পাথরে আছেন। তবে ছাতকে এসে আইনানুগত ব্যবস্থা নেবেন তিনি।
বিষয়: #কবল #ছাতকে #জলদস্যুর #টাকা #নগদ #বাল্বহেড