 
       
  সোমবার ● ৯ জুন ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » কুইন্স ব্যুরো আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি সাইদুল,সাধারণ সম্পাদক শাহীনুর।
কুইন্স ব্যুরো আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি সাইদুল,সাধারণ সম্পাদক শাহীনুর।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং পরবর্তীতে তার সরকারের সময়েই বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে যার ফলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।তিনি নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কুইন্স ব্যুরো আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিফোনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কুইন্স ব্যুরো আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ইং অনুষ্ঠিত।
গত ৮ই জুন রবিবার সন্ধ্যায় ওজন পার্কের লাবন্য রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান।সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান,সহ-সভাপতি ড.মাসুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,উপদেষ্টা জয়নাল আবেদীন,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক শাহীন আজমল,যুগ্ম সম্পাদক হেলিম উদ্দিন,উপদেষ্টা এমদাদ এইচ ভূঁইয়া,বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিসবাহ আহমেদ,ফরিদ আলম,দুরুদ মিয়া রনেল,শাহানারা বেগম,সাখাওয়াত হোসেন চঞ্চল,সাংবাদিক শাবান মাহমুদ,এম উদ্দিন আলমগীর,নুরুল ইসলাম,নুরুল আফসার সান্টু,আব্দুল মুহিত,মোশাহিদ চৌধুরী,ইসমত খোকন,সহ-সভাপতি মাসুদ সিরাজী,শামসুল আরেফিন,এন আমিন,বাবুল আহমেদ,সারওয়ার হোসেন,শাহ সেলিম,দুলাল বিল্লাহ,মাহফুজুল হক,শেখ শফিকুর রহমান,কানিজ ফাতেমা,নুরুল করিম জুয়েল,সুমন মাহমুদ,শাহ চিশতি,তানভীর কাওছার, সৈয়দ কিবরিয়া জামান,আজহার চৌধুরী।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খান শওকাত।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
বিশেষ অতিথিবৃন্দরা বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ উদ্বোধন করেন এবং এর পর সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আজহার চৌধুরী,ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া,আবু কাউছার,জুনায়েদ আহমেদ,কামরুল হাসান,ইসহাক মোল্লা প্রমুখ।
বক্তব্য পর্ব শেষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী আগামী তিন বছরের জন্য কুইন্স ব্যুরো আওয়ামী লীগের নবনির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা করেন এতে সভাপতি হিসেবে মোঃ সাইদুল হক এবং সাধারণ সম্পাদক শাহীনুর রহমান নির্বাচিত হন।
সবশেষে উপস্থিত সবাই কে নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
বিষয়: #অনুষ্ঠিত #আওয়ামী #কুইন্স #ব্যুরো #লীগ #শাহীনুর #সভাপতি #সম্পাদক #সম্মেলন #সাইদুল #সাধারণ
 

 
       
       
      



 লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
    লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান     বিশ্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই,ডিবিএ,জেপি
    বিশ্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই,ডিবিএ,জেপি     যুক্তরাজ্যের কার্ডিফে এক খ্রিস্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ
    যুক্তরাজ্যের কার্ডিফে এক খ্রিস্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ     লন্ডনে “আজ বাংলাদেশের জন্য মার্চ”: হাজারো প্রবাসীর বিক্ষোভ সমাবেশ
    লন্ডনে “আজ বাংলাদেশের জন্য মার্চ”: হাজারো প্রবাসীর বিক্ষোভ সমাবেশ     লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন
    লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন     সাংবাদিক বিভুরঞ্জন সরকার ও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে  বাংলা মিডিয়ার সাংবাদিকদের মানববন্ধন
    সাংবাদিক বিভুরঞ্জন সরকার ও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে  বাংলা মিডিয়ার সাংবাদিকদের মানববন্ধন     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 