

মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » নিউইয়র্কেরব্রঙ্কসে সম্মিলিত ব্রঙ্কসবাসীর সভা অনুষ্ঠিত।
নিউইয়র্কেরব্রঙ্কসে সম্মিলিত ব্রঙ্কসবাসীর সভা অনুষ্ঠিত।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক::
ব্রঙ্কসে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের সংগঠন সম্মিলিত ব্রঙ্কসবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই মে সোমবার সন্ধ্যায় স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে আয়োজিত সভায় বিশিষ্ট বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে ও শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোমিন মজুমদার,মাহবুব আলম,আব্দুল মুহিত,মোশাহিদ চৌধুরী,শেখ শফিকুর রহমান,কামরুজ্জামান বশির চেয়ারম্যান,শামসুল আলম দিদার চেয়ারম্যান,এন ইসলাম মামুন,কামাল উদ্দিন ,জহিরুল ইসলাম,তোফাজ্জল হোসেন,আবুল কাসেম,সামাদ মিয়া জাকেরিন,আশরাফ চৌধুরী,আনোয়ারুল হক ভূঁইয়া,মোস্তাফিজুর রহমান লিটন,মোজাফ্ফর হোসেন,মাহবুব খান প্রমুখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাহবুব আলম কে আহ্বায়ক ও শামীম আহমেদ কে সদস্য সচিব নির্বাচিত করে অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয় এবং সিদ্ধান্ত হয় সম্প্রতি বাংলাদেশ সোসাইটি ইনকের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে ব্রঙ্কস থেকে নির্বাচিত জুনেদ চৌধুরী কে সংবর্ধনা দেওয়া ও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম হজ্বে গমন উপলক্ষে বিদায় জানানো।
এ উপলক্ষে আগামী ২১শে মে বুধবার বিকেলে স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
বিষয়: #অনুষ্ঠিত #নিউইয়র্কেরব্রঙ্কসে #ব্রঙ্কসবাসীর #সভা #সম্মিলিত