মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » এলোরে বৈশাখী মেলা
এলোরে বৈশাখী মেলা
বিপুল চন্দ্র রায়::

সারা বাংলা জুড়ে
বাজবে ঢাকির ঢাক।
এলোরে বৈশাখী মেলা
এলোরে রঙিন সাজ।
গঞ্জে মাঠে বসবে মেলা
জমবে মেলা বৈশাখ।
ঘুরবে মানুষ কিনবে ফানুস
করবে আনন্দ উল্লাস।
এলোরে বৈশাখী মেলা
চড়বে নাগরদোলা।
এমন খুশির দিনে আজ
বৈশাখী প্রাণে দেয় দোলা।
বিষয়: #এলোরে #বৈশাখী #মেলা




আমার জন্মভূমি
একজন বিপ্লবী কবির মৃত্যু নেই
দেশ কাঁপল হৃদয়ও কাঁপল
কবিতা আবৃত্তি ও গানের সংকলন ” শুধু তোমার বাণী”
অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
