

মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » এলোরে বৈশাখী মেলা
এলোরে বৈশাখী মেলা
বিপুল চন্দ্র রায়::
সারা বাংলা জুড়ে
বাজবে ঢাকির ঢাক।
এলোরে বৈশাখী মেলা
এলোরে রঙিন সাজ।
গঞ্জে মাঠে বসবে মেলা
জমবে মেলা বৈশাখ।
ঘুরবে মানুষ কিনবে ফানুস
করবে আনন্দ উল্লাস।
এলোরে বৈশাখী মেলা
চড়বে নাগরদোলা।
এমন খুশির দিনে আজ
বৈশাখী প্রাণে দেয় দোলা।
বিষয়: #এলোরে #বৈশাখী #মেলা