

রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » মা
মা
বিপুল চন্দ্র রায়
মায়ের মাথায় মুকুট নেই তাতে কী?
আমার মা আমার কাছে মহারাণী!
আদর্শ মায়ের আদর্শ গুণ,
ছড়িয়ে পড়ুক বিশ্ববাসী।
মায়ের মাঝে পাই খুঁজে পাই,
স্নেহ ভালোবাসার পরশ।
সন্তান হিসাবে করি গর্ব,
মা যে আমার স্বর্গ সুখ।
আমার মা হাসলে পরে,
ভুলে যাই সকল দুখ।
হয়নি আজও বলা তোমায়
বাসি ভীষণ ভালো,মাগো!
বিষয়: #মা