

বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » বানিয়াচং » হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচিত।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচিত।।
আকিকুর রহমান রুমন::
হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচিত।।
অভ্যন্তরীণ বোরা ধান সংগ্রহ ২০২৫ ইং এর আওতায় সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
০৭মে(বুধবার)উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা:মাহমুদা বেগম সাথী’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়েছে।
লটারিতে বিজয়ী প্রতিজন কৃষকের কাছ থেকে ২ মেট্রিকটন ধাণ ১হাজার ৪শ ৪০টাকা মণ দরে কেনা হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে।
কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে লটারির মাধ্যমে কৃষকদেরকে নির্বাচন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকী,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন অফিসার,বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন,রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্হানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
সূত্রে জানাযায়,চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযানে সরকারি ভাবে ৩৬ টাকা কেজি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই মূল্য ২২ হাজার ৫৬ মেট্টিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
লক্ষ্যমাত্রার ধান গুলো লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
উপজেলার ১৫টি ইউনিয়নে ২ হাজার ৮শত ৬১জন তালিকা ভুক্ত কৃষক বৈধভাবে অনলাইনের মাধ্যমে তারা আবেদন করেছেন।
এদের মধ্যে ১হাজার ১শ ৪ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।
বিষয়: #কৃষক #ধান #নির্বাচিত #বানিয়াচং #বোরো #লটারি #সংগ্রহ #হবিগঞ্জ