

বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে ব্যবসায়ীর জমি জোর করে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দৌলতপুরে ব্যবসায়ীর জমি জোর করে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে ব্যবসায়ী নুরুল ইসলামের জমি জোর করে দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। নুরুল ইসলাম বাগোয়ান কান্দিরপাড়া গ্রামের মতলেব হোসেনের ছেলে।
৮ মে বৃহস্পতিবার দুপুরে আল্লারদর্গা প্রেসক্লাবে উপস্থিত হয়ে নুরুল ইসলাম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আমার ক্রয়কৃত বাগোয়ান মৌজার আর,এস. ৫৩৬ নং খতিয়ানের ৩৪১৪ ও ৩৬৭৮ দাগে নিজ নামিয় জমি যা আমার দলিল, খারিজ ও দখলে এবং আদালতে মামলা চলমান আছে। নুরুল ইসলাম বলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত বাদী ও বিবাদীর সম্মতিক্রমে ১০.০৫.২০২৩ তারিখে জমি জরিপের জন্য সার্ভেয়ার পাঠান, কিন্তু বিবাদীগণ বলে জমি আমাদের তবে আমরা জমিটি এখনো খারিজ করতে পারিনি, জমি খারিজ করার জন্য ৪৫ দিন সময় প্রার্থনা করে। জমি খারিজের জন্য চেয়ারম্যান সাহেব ৪৫ দিন সময় দেন, পরবর্তীতে জমি জরিপের জন্য ২২/৭/২০২৩ তারিখ দিন নির্ধারণ করা হয়। কিন্তু বিবাদীগণ উক্ত তারিখে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের মাধ্যমে জমি জরিপ বন্ধ রাখে, কাগজপত্র দেখার জন্য আরো ১৮ দিন সময় চাই। ১৮ দিনের মধ্যে কোন কাগজ হাজির করতে পারেনা বিবাদীগণ। চেয়ারম্যান সাহেব অনেক চেষ্টা করে বিবাদী গণকে হাজির করতে পারে না। তিনি রায় প্রদান করেন, বিবাদীগণ আইন অমান্যকারী ও পরস্পর সম্পদ জোর পূর্বক দখল কারী। তিনি বাদীকে উচ্চ আদালতে যেতে পরামর্শ দেন। ইতি মধ্যে বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন সকল তথ্য গোপন করে, নিজেকে অসহায় মুক্তি যোদ্ধা দাবী করে চলমান প্রশাসনকে ভুল তথ্য দিয়ে, আমার দখলকৃত জমি জোর পূর্বক করে এবং প্রশাসনের ভয় দেখিয়ে অবৈধ ভাবে জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আদালতে মামলা চলছে,আমি আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আমার জমির সকল কাগজপত্র দেখে বাংলাদেশর সর্বচ্চ প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বিষয়: #করে #জমি #জোর #দখল #দৌলতপুর #প্রতিবাদ #ব্যবসায়ী #সংবাদ #সম্মেলন
