

সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্য » ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৫’ পালন করলো এনার্জিপ্যাক
‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৫’ পালন করলো এনার্জিপ্যাক
বজ্রকণ্ঠ::
সম্প্রতি যথাযথ গুরুত্বের সাথে ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৫’ উদযাপন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ উপলক্ষে এনার্জিপ্যাক এর বিভিন্ন কারখানা ও প্রজেক্টে সভা ও র্যালি আয়োজন করে। আয়োজনে উদ্ভাবন, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্র তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।
কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে এআই ও ডিজিটাল টুল এর ব্যাবহার প্রতিষ্ঠানের কার্যক্রমে (অপারেশন) অন্তরভুক্ত করার মাধ্যমে কিভাবে ঝুঁকিমুক্ত পরিবেশ তৈরি ও বজায় রাখা যায় সে বিষয়ে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এনার্জিপ্যাকের কর্মীরা। একটি শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি হিসেবে, এনার্জিপ্যাক সবসময় কর্মক্ষেত্রে কর্মীদের সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বছরের পর বছর ধরে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মীদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ও সুরক্ষা সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করে আসছে প্রতিষ্ঠানটি।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন, “সকল কর্মীদের সাথে নিয়ে এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এনার্জিপ্যাক সকলের জন্য একটি উন্নত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দিনটি উদযাপন করতে আমাদের সকল কর্মীরা একত্রিত হয়েছেন, এটি সত্যি গর্ব করার মতো বিষয়।”
রূপগঞ্জের জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট, এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক (জি৬), খুলনার জি-গ্যাস এলপিজি প্ল্যান্ট, ঢাকার শান্তা পিনাকলে অবস্থিত স্টিলপ্যাক প্রকল্প এবং ভালুকায় এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজে স্টিলপ্যাক প্রকল্পে কর্মরত কর্মীরা এই দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতা ও নিরাপত্তামূলক কর্মসূচীর আয়োজন করেন।
বিষয়: #কর্মক্ষেত্র #নিরাপত্তা #বিশ্ব
