

শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
দৌলতপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
খন্দকার জালাল উদ্দিন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাতপুর খা পাড়ায় সজনে গাছে উঠতে গিয়ে মই থেকে পাকা রাস্তায় পড়ে শাহজামাল (৩৫) এর মৃত্যু ঘটে। জানা গেছে বৃহস্পতিবার সকালে তার নিজস্ব মিলের পার্শ্ববর্তী সজনে গাছে মই দিয়ে উঠতে গিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু ঘটে। মৃত শাহজামালের বাড়ি দৌলতপুর উপজেলার চকদৌলতপুর গ্রামে।
বিষয়: #একজনে #গাছ #থেকে #দৌলতপুর #পড়ে #মৃত্যু
