সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category »
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
দ্বন্ধে কোন আনন্দ নাই,আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই,এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে কোর্ট প্রাঙ্গণে ৫টি লিগ্যাল এইড কর্ণারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। এরপর একটি বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে কোর্ট চত্বর প্রাঙ্গণ পরিদর্শন শেষে কোর্ট প্রাঙ্গণেই দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন,জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হোসাইন, জিপি এডভোকেট মোঃ শামসুল হক, পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হক ও সাধারন সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন,উপকারভোগী নারী ববিতা সরকার ও সাজমা বেগম।
সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন বলেন,বিচার বিভাগ হচ্ছে সমাজের ধনী গরীব সবার জন্য। কিন্তু লিগ্যাল এইড হচ্ছে সমাজে যারা অসহায়,অসচ্ছল ও গরীব মানুষজন রয়েছেন তাদেরকে সরকারের সহায়তায় বিনা টাকায় আইনী সহায়তা প্রদান করার জন্য। দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকলে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আপোষে নিস্পত্তিরও সুযোগ রয়েছে। তিনি বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান তিনি। পরে সেরা প্যানেল আইনজীবি হিসেবে মোছাঃ নাজনীন বেগম ও মোঃ হানিফ সোলেমানের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।
বিষয়: #আইনগত #জাতীয় #সহায়তা #সুনামগঞ্জ




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
