মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » লঞ্চের আগেই আইফোন ১৭ এর দাম জানা গেল
লঞ্চের আগেই আইফোন ১৭ এর দাম জানা গেল
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
![]()
এ বছরের সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৭। তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম। রিপোর্ট বলছে, চারটি মডেল আনবে অ্যাপল, আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স। অর্থাৎ প্লাস ভ্যারিয়েন্ট মডেলটি এবার আর থাকবে না।
স্ট্যান্ডার্ড আইফোন ১৭-এ একটি উন্নত ডিসপ্লে এবং একটি দারুণ ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড থাকবে বলে আশা। আইফোন ১৬-এর ভার্টিকেল ড্যুয়াল-ক্যামেরা সেটআপ ডিজাইন বজায় রাখছে অ্যাপল। তবে এর সাইজ অল্প বেড়ে হতে পারে ৬.৩ ইঞ্চি, ঠিক আইফোন ১৬ প্রো-র মতো।
স্ট্যান্ডার্ড মডেলের ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড হবে একটি ১২০ হার্জের প্রোমোশন রিফ্রেশ রেট। যা আগে প্রো মডেলগুলোর ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এর পাশাপাশি আরও টেকসই করার জন্য অ্যাপল আনতে পারে একটি অ্যান্টি-রিফ্লেকটিভ, স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট কোটিং।
শোনা যাচ্ছে, আইফোন ১৭ চালিত হবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৯ চিপ দ্বারা। যা তৈরি করা হয়েছে উন্নত ৩এনএম প্রক্রিয়ার মাধ্যমে। এর পূর্বসূরির মতোই এতে থাকবে ৮জিবি র্যাম। তবে ব্যাটারিতে বড় পরিবর্তন হতে পারে বলে আশা। আর চিপসেট পাওয়ার এফিশিয়েন্সি বৃদ্ধি করতে পারে।
অন্যতম বড় পরিবর্তন আসতে পারে সেলফি ক্যামেরায়। সিক্স এলিমেন্ট লেন্স-সহ একটি ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আনতে পারে অ্যাপল। তবে রিয়ার ক্যামেরায় কোনো পরিবর্তন না-ও আসতে পারে। সাদা, কালো, নীল এবং গোলাপি রঙে মিলতে পারে আইফোন ১৭ আসতে পারে।
আইফোন ১৭ এর দাম হবে আইফোন ১৬-এর মতোই। আমেরিকায় বেস মডেলের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে আর বাংলাদেশী মুদ্রায় যা শুরু হবে ৯৭ হাজার ৫৯ টাকা থেকে।
সূত্র: টাইমস নাও
বিষয়: #আইফোন #আগেই #গেল #জানা #দাম #লঞ্চের #১৭ এর




অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা
নতুন প্রজন্মের গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন
