বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ফ্রিজ বিস্ফোরণ থেকে বাঁচতে যেসব দিকে নজর দেবেন
ফ্রিজ বিস্ফোরণ থেকে বাঁচতে যেসব দিকে নজর দেবেন
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
![]()
বর্তমান সময়ে প্রতিটি বাড়িতেই রেফ্রিজারেটর বা ফ্রিজ থাকে। গরমের জায়গায় খাবার টাটকা রাখতে ফ্রিজের বিকল্প নেই। সঠিক ব্যবহার করলে এটি দীর্ঘদিন ভালোভাবে কার্যকর থাকবে। তবে ভুল ভাবে ব্যবহার করলে ফ্রিজ খারাপ হয়ে যায়। এমনকি নানান কারণে ফ্রিজ বিস্ফোরণের মতো ঘটনাও শোনা যায়।
তবে আপনি একটু সতর্ক হলেই এই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কী কী কারণে ফ্রিজ বিস্ফোরণ হতে পারে এবং এ থেকে বাঁচতে কী কী সতর্কতা অবলম্বন করবেন-
>> ত্রুটিপূর্ণ তারের সংযোগের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। যদি রেফ্রিজারেটরটি অনেক বছরের পুরোনো হয়, তাহলে তারের সংযোগের জায়গাটা ভালো করে দেখে রাখতে হবে। এই তার থেকে বিস্ফোরণ ঘটতে পারে। খারাপ তারের কারণে রেফ্রিজারেটরের কম্প্রেসার অতিরিক্ত গরম হতে পারে, যা রেফ্রিজারেটরে বিস্ফোরণের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
>> যদি ফ্রিজের পেছনে কোনো দেয়াল থাকে, তাহলে দেওয়াল ও ফ্রিজের মাঝখানে কিছুটা জায়গা রাখুন। কেউ কেউ ফ্রিজটি সম্পূর্ণ দেওয়ালের কাছে রাখেন, যে কারণে সঠিক বায়ু চলাচল সম্ভব হয় না, ফলে ফ্রিজ অতিরিক্ত গরম হতে শুরু করে। অতিরিক্ত গরমের কারণে, রেফ্রিজারেটরে বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যেতে পারে।
>> ১০ বছরের বেশি পুরোনো রেফ্রিজারেটর হলেও সমস্যা দেখা দেয়। যদি রেফ্রিজারেটরটি খুব বেশি পুরোনো হয়ে যায়, তাহলে নিয়মিত পরীক্ষা করাতে হবে। পুরোনো কম্প্রেসারে সমস্যা হতে পারে। সঠিক সময়ে না দেখলে রেফ্রিজারেটরে বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে।
>> এছাড়া শর্ট সার্কিটের জন্যও হতে পারে বিস্ফোরণ। তাই সব ঠিক রাখতে বছরে অন্তত দুইবার রেফ্রিজারেটর পরীক্ষা করানো উচিত। দুইবার সার্ভিস করালে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।
বিষয়: #থেকে #দিকে #দেবেন #নজর #ফ্রিজ #বাঁচতে #বিস্ফোরণ #যেসব




অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা
নতুন প্রজন্মের গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন
