রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বুধবার
৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বুধবার
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে লম্বা সেই ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৮ এপ্রিল)। পরদিন বুধবার (৯ এপ্রিল) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকে আবারও মুখরিত হবে শিক্ষাঙ্গন, শ্রেণিকক্ষ; বাজবে ক্লাসে প্রবেশের ঘণ্টা।
গত বছরের ২৩ ডিসেম্বর ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে এ ছুটি নির্ধারিত ছিল। শিক্ষাপঞ্জি অনুযায়ী-পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়।
শিক্ষাপঞ্জি মেনে গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সবশেষ ক্লাস হয়। সেদিন ক্লাস শেষে স্কুল-কলেজ-মাদরাসায় ছুটির ঘণ্টা পড়ে। টাঙিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ। সেই হিসাবে সাপ্তাহিক বন্ধসহ ৪০ দিন ছুটির পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রেণিকক্ষে ধুলো-ময়লা জমেছে। অনেক প্রতিষ্ঠানে সেগুলো আগেভাগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। বাকি দুদিনের মধ্যে ঝেড়ে-মুছে ক্লাসের জন্য প্রস্তুত করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র জানায়, বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এদিন থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। স্কুল খোলার সময় শিক্ষার্থীরা যে দু-একটা নতুন বই এখনো পায়নি, সেগুলো দেওয়া হবে৷ বই না পাওয়া, দীর্ঘ ছুটিসহ নানা কারণে যে শিখন ঘাটতি হয়েছে, তা পূরণে শিক্ষকদের জোর দিতে হবে।
এদিকে, আগামী ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব স্কুলে এ পরীক্ষার কেন্দ্র পড়বে, তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেবে মাউশি। শুধু পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে। তাছাড়া সকালে এসএসসি পরীক্ষা পড়লে বিকেলে সংক্ষিপ্ত পরিসরে হলেও স্কুলে ক্লাস নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন মাউশির মাধ্যমিক শাখার কর্মকর্তারা।
অন্যদিকে, রাজধানীর স্কুলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা প্রায় সব বই পেয়ে গেছে। শুধু অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা দু-তিনটি করে বই পাওয়া বাকি আছে। সেগুলোও স্কুল ছুটির মধ্যে চলে এসেছে। শিক্ষার্থীরা ক্লাসে এলেই বইগুলো বিতরণ করা হবে।
ঢাকার বাইরে জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্য ভিন্নচিত্র। সেখানে অষ্টম-নবমের সঙ্গে ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীদেরও কিছু পাঠ্যবই পেতে বাকি। সেগুলো ছুটি শেষে শিক্ষার্থীরা হাতে পাবে বলে জানিয়েছেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।
বিষয়: #খুলবে #ছুটি #বুধবার #শিক্ষাপ্রতিষ্ঠান #শেষে #৪০ দিনের




প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান: দুধরচকীর
পূর্ণাঙ্গ ভিসি পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
মাধবপুরে সৈয়দ মোশাররফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর
আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে এক যুগেও হয়নি অভ্যন্তরীণ অডিট
নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে পরামর্শ সভা।
আইডি কার্ডে রক্তের গ্রুপ ও স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা
