মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » জিপি স্টার গ্রাহকদের নিয়ে বিশেষ ইফতারের আয়োজন করলো গ্রামীণফোন
জিপি স্টার গ্রাহকদের নিয়ে বিশেষ ইফতারের আয়োজন করলো গ্রামীণফোন
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ :::
![]()
[ঢাকা, ২৫ মার্চ, ২০২৫] জিপি স্টার গ্রাহকদের জন্য প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বিশেষ ইফতারের আয়োজন করেছে শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন। এসব ইফতার মাহফিলে জিপি স্টার গ্রাহকদের সাথে গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
খুলনায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে জিপি স্টার গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের খুলনা অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ আহসান হাবিব এবং কুমিল্লায় অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সার্কেল বিজনেস হেড সামরিন বোখারী।
বগুড়ায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান এবং রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ আতিকুল হোসেন।
এছাড়া সিলেটে অনুষ্ঠিত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম এবং সিলেট অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ তৌফিক জাহান।
গাজীপুরে আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ সিরাজ উদ্দিন লস্কর এবং রংপুরে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ আতিকুল হোসেন।
এ প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের সকল কার্যক্রমের কেন্দ্রে রয়েছেন গ্রাহক। আমাদের প্রতি আস্থাশীল গ্রাহকদের সম্মানে প্রতি বছরের মতো এবারও আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জিপি স্টার গ্রাহক ও সম্মানিত অতিথিবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ।”
তিনি আরো বলেন, “গ্রাহকরা গ্রামীণফোনের ওপর যে আস্থা রেখেছেন সেই আস্থাকে আরো দৃঢ় করার জন্য আমরা আধুনিকায়ন অব্যহত রেখেছি, যাতে আমাদের গ্রাহকরা সবসময় বৈশ্বিক ও সর্বোত্তম মানের সেবা উপভোগ করতে পারেন।”
স্টার পার্টনার আউটলেটে বাড়তি ডিসকাউন্ট, ফ্রি সিম রিপ্লেসমেন্ট, পারসোনাল রিলেশনশিপ ম্যানেজার, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট, ১২১-এ জিরো সেকেন্ড ওয়েটিং টাইম, কলড্রপের ক্ষেত্রে একই এজেন্টের ইনস্ট্যান্ট কলব্যাক, অভিযোগ সমাধানে অগ্রাধিকার, এক্সক্লুসিভ ইভেন্টে আমন্ত্রণ উপভোগ করতে পারেন জিপি স্টার গ্রাহকরা।
বিষয়: #গ্রামীণফোন #গ্রাহক #জিপি #স্টার




এক বিরল সাক্ষাৎকারে, প্রাক্তন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন, এবং অনুপস্থিতিতে তার বিচারকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি
যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”।
শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়?
স্থানীয় থেকে জাতীয় সর্বত্র অস্থিতিশীলতা বহুমুখী সংকটে ব্রিটিশ লেবার পার্টি
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক
