বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » রোজায় ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুর অফার দিচ্ছে রিয়েলমি
রোজায় ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুর অফার দিচ্ছে রিয়েলমি
সৈয়দ মিজান ::

পবিত্র রমজানে বাংলাদেশের গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার ও চমক নিয়ে হাজির হয়েছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এ রমজানকে স্মরণীয় করে রাখতে ব্র্যান্ডটি গ্রাহকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে অফার করছে দেশের বাইরে ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুর এবং দেশের অভ্যন্তরে ৮০ হাজার টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরও।
আজ থেকে শুরু হয়ে রিয়েলমির এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত এবং এতে গ্রাহকরা বিশেষ বিশেষ সব অফার উপভোগের সুযোগ পাবেন। দেশজুড়ে রিয়েলমির সকল আউটলেটে এই অফারগুলো পেতে পারবেন গ্রাহকরা এবং এ ক্যাম্পেইনে উপহার হিসেবে সবার জন্যই থাকছে বিশেষ কিছু।
এছাড়া- রিয়েলমি তাদের বিশেষ কিছু ফোনের মডেল, যেমন- নোট ৬০এক্স, নোট ৬০, সি৬১, সি৬৩, সি৭৫ এবং রিয়েলমি ১২-এ “বাই ওয়ান গেট ওয়ান-বোগো” অফার দিয়েছে। আর তাই প্রিয়জনদের স্মার্টফোন উপহার দেবার মাধ্যমে গ্রাহকরা তাদের আনন্দ দ্বিগুণ করে তুলতে পারবেন।
বোগো অফারের পাশাপাশি রিয়েলমি ১২-এ ডিভাইসের দামও কমানো হয়েছে। ক্যাম্পেইনকালে ২৯,৯৯০ টাকার এই স্মার্টফোনটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়।
এছাড়া- রমজানের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে রিয়েলমি দিচ্ছে- বাডস টি১১০ এবং লাইভ স্ট্রিমিং স্ট্যান্ড; যাতে করে গ্রাহকরা তাদের প্রিয় মুহূর্তগুলো সহজেই বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। পাশাপাশি রমজান মাস জুড়ে গ্রাহকরা বিনামূল্যে বাংলালিংক ডেটা বান্ডেল তো পাচ্ছেন-ই। নিকটস্থ রিয়েলমির যেকোনো আউটলেট থেকে এই ক্যাম্পেইন বিস্তারিত জানা যাবে।
বিষয়: #অফার #টাকা #ট্যুর #ফ্যামিলি #রিয়েলমি #রোজা #লাখ #সমমূল্যের




বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে নতুন রূপে, পরিচয়ে বাংলালিংক
বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ
আইএসপি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে: টেলিযোগাযোগ মন্ত্রণালয়
অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
