বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স‘র সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোন
গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স‘র সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোন
![]()
দেশজুড়ে টিভি দর্শকদের বিনোদন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে একটি কৌশলগত চুক্তি সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে সম্প্রতি এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মাইলফলক এই পদক্ষেপটি উদযাপন করতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, উপহার হিসেবে গ্রামীণফোনের এক্সক্লুসিভ জিপি প্লে প্যাক পাবেন হাইসেন্স টিভির ক্রেতারা। এর ফলে দর্শকরা বেশ কয়েকটি জনপ্রিয় স্ট্রিমিং সেবা উপভোগ করতে পারবেন যা তাদের বিনোদন অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। জিপি প্লে প্যাকের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা পাবেন গ্রাহকরা।
বিভিন্ন ধরনের টিভির জন্য বিবিধ কনটেন্ট নিয়ে এসেছে জিপি প্লে প্যাক। এই প্যাকের মাধ্যমে হাইসেন্সের এফএইচডি, ইউএইচডি ও কিউএলইডি টিভিতে অ্যাক্টিভেশনের পর থেকে বিনামূল্যে ১২ মাস পর্যন্ত হইচই, চরকি, টি-স্পোর্টস ও সনি লাইভ উপভোগ করতে পারবেন গ্রাহকরা; যা দেবে নিজস্ব পছন্দ অনুযায়ী মানসম্মত কনটেন্ট উপভোগের সুযোগ।
গ্রামীণফোন ও ফেয়ার ইলেকট্রনিক্স উভয় কোম্পানির লক্ষ্য হচ্ছে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল সেবা প্রদান করা; সহযোগিতামূলক এই পদক্ষেপ এরই প্রতিফলন। এর ফলে মানসম্মত টেলিভিশনের সাথে প্রিমিয়াম স্ট্রিমিং সেবা যুক্ত হওয়ায় দর্শকদের হাতের মুঠোয় এলো সেরা মানের সব বিনোদন কন্টেন্ট।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ডঃ আসিফ নাইমুর রশীদ। তিনি বিনোদন খাতে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন এবং এই পার্টনারশিপ কীভাবে গ্রাহক অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে সেই বিষয়টি ব্যাখ্যা করেন।
ফেয়ার ইলেকট্রনিক্সের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ” প্রিমিয়াম কনটেন্টের সমন্বয়ে গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পার্টনারশিপ এরই প্রতিফলন, এটি হাইসেন্স টিভিতে সেরা বিনোদন নিশ্চিত করবে।”
অনুষ্ঠানের শেষভাগে উভয় কোম্পানি বাংলাদেশের ডিজিটাল বিনোদন খাতের অগ্রগতিতে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এখন থেকে নির্দিষ্ট মডেলের হাইসেন্স টিভি কিনলেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন জিপি প্লে প্যাক যা বাজারের সেরা অফারগুলোর একটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার (সিবিও) ডঃ আসিফ নাইমুর রশীদ, ডিরেক্টর এম. শাওন আজাদ, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস অরভিদ চৌধুরী, মোঃ মাহবুবুল আলম ভূইয়া, হেড অফ ইন্টারনেট এন্ড ব্রডব্যান্ড, জাহিদুজ্জামান, হেড অফ ডিজিটাল প্লাটফর্ম, জেনারেল ম্যানেজার এ. কে. এম. হাবিবুল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মাহমুদা সুলতানাসহ মার্কেটিং ও প্রডাক্ট ডিপার্টমেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মো. মুশফিকুর রহমান এবং প্রোডাক্ট ম্যানেজার মো. শাহিদুজ্জামান। তাদের সম্মিলিত উপস্থিতিতে এই পার্টনারশিপের গুরুত্ব প্রতীয়মান হয়েছে, তারা সবাই ডিজিটাল বিনোদনের প্রসারে সংকল্পবদ্ধ।
বিষয়: #অভিজ্ঞতা #আরো #ইলেকট্রনিক্স #করতে #গ্রামীণফোন #গ্রাহক #চুক্তিবদ্ধ #ফেয়ার #বিনোদন #সমৃদ্ধ #সাথে #হলো




এক বিরল সাক্ষাৎকারে, প্রাক্তন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন, এবং অনুপস্থিতিতে তার বিচারকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি
যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”।
শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়?
স্থানীয় থেকে জাতীয় সর্বত্র অস্থিতিশীলতা বহুমুখী সংকটে ব্রিটিশ লেবার পার্টি
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক
