মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » খেলা » টি-টোয়েন্টিতে বাদ পড়লেন বাবর-রিজওয়ান, ওয়ানডেতে শাহিন
টি-টোয়েন্টিতে বাদ পড়লেন বাবর-রিজওয়ান, ওয়ানডেতে শাহিন
![]()
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ হয়েও শুরুর দিকেই বাদ পড়েছে পাকিস্তান। দলের অপ্রত্যাশিত বিদায়ের পর দেশটির ক্রিকেটভক্তরা আঙুল তুলেছিলেন দলের প্রধান দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দিকে। আধুনিক ক্রিকেটের সঙ্গে যেন তাল মেলাতে পারছিলেন না তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলতে বাবরের লেগেছে ১৩৬ বল। ভারতের বিপক্ষে ২৩ রান করতে খরচা করেছেন ৪২ বল। রিজওয়ানেরও একই অবস্থা। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ বল ৩ করে আউট হয়েছেন তিনি। ভারতের বিপক্ষে করেছেন ১০৮ বলে ৪৬ রান।
এমন ধীরগতির ইনিংসের কারণে আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন বাবর ও রিজওয়ান।
নিউজিল্যান্ড সফরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। তাকে করা হয়েছে সহ-অধিনায়ক। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ ক্রাইস্টচার্চে।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। তবে ৫০ ওভারের ফরম্যাটে রিজওয়ানই থাকছেন অধিনায়ক। দলে আছেন বাবরও। তবে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ২৯ মার্চ নেপিয়ারে।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
হাসান নওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, সালমান আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, উসমান খান।
ওয়ানডে স্কোয়াড:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।
বিষয়: #ওয়ানডেতে #টি-টোয়েন্টিতে #বাদ পড়লেন #বাবর-রিজওয়ান #শাহিন




দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ করল সরকার
মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন
কিংবদন্তি ফুটবলার জন রবার্টসন আর নেই
রাণীনগরের করজগ্রাম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
