বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইন আদালত » মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়: আইজিপি
মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
গত ৫ আগস্টের পর মিথ্যা মামলাসহ অনেক মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। আর তাই মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আিইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না। গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেপ্তার করা হবে না।
বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।
পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত না অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে।
‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার’, যোগ করেন তিনি।
অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।
বিষয়: #আইজিপি #গণহার #গ্রেপ্তার #থাকল #নাম #নয় #মামলা




হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে চোরাই কয়লা ও কার্গো বোটসহ আটক ২
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার যুগলের ৭ দিনের রিমান্ড আবেদন
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
দৌলতপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তা বদলি
ছাতকে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত
নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ
অন্তর্বর্তীকালীন সরকারে বিবৃতি রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ধানমন্ডি থানার ওসিকে তলব
দাউদকান্দিতে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ২৩ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
