বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » খোকার ইচ্ছে
খোকার ইচ্ছে
বিপুল চন্দ্র রায়

আমরা চাই বাঁচতে বিধি
সুন্দর এই ভুবনে।
আমরা চাই পাখি হতে,
উড়বো শূন্য আকাশে।
আমরা চাই ফুল হতে,
ফুটবো পাহাড়-পর্বতে।
আমরা চাই শিল্পী হতে,
আঁকবো ছবি মনেতে।
আমরা চাই জ্ঞানী হতে,
বই পড়বো বেশি করে।
আমরা চাই বড় হতে,
ধর্ম-কর্ম করবো নিত্যদিনে
লেখক:বিপুল চন্দ্র রায়
থানা:রাজারহাট
জেলা:কুড়িগ্রাম
বিষয়: #ইচ্ছে #খোকা




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
