রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » হত্যা মামলা » রাণীনগরে হত্যা মামলায় ৫জন গ্রেফতার
রাণীনগরে হত্যা মামলায় ৫জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) হত্যা মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ঢাকার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীনের মেয়ে রিজিনাকে মারধরে হত্যার ঘটনায় গত ৭সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হয়। এঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে ঢাকার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে দায়েরকৃত হত্যা মামলার এজাহার নামীয় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৫০),দেলোয়ারের স্ত্রী রওশনারা (৪০), মেয়ে হেলেনা বিবি (৩৫) ,ছেলে নাইম ইসলাম (২০) ও জুয়েল হোসেনের মেয়ে জেমি আক্তার (১৯)। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি তারিকুল ইসলাম আরো জানান,এর আগে একই মামলার এজাহার নামীয় আরো দুই আসামী ঘোষগ্রাম উত্তর শাহাপাড়ার সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার(২৫)কে গত ২৯অক্টোবর রাতে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।
বিষয়: #গ্রেফতার #মামলা #রাণীনগর #হত্যা




হত্যা মামলার পলাতক আসামীকে নিয়ে সুনামগঞ্জের যাদুকাটা নদী বালি মহালের সীমানা নির্ধারণ করলেন তাহিরপুরের এসিল্যান্ড
পুরোনো মামলা পুনঃনথিভুক্তিতে হত্যার পরিসংখ্যান বেড়েছে: প্রেস উইং
ছাতকে নববধূ আত্মহত্যার মামলায় স্বামীর রিমান্ড মঞ্জুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে রুবেল হত্যাকারীসহ গ্রেফতার-৩
শালিখায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক রিমেলকে হত্যা চেষ্টার আসামীকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন
কমলাপুরে ভাবি হত্যা মামলায় দেবর মাসুদ গ্রেফতার
হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আলমগীর কারাগারে
ধানমন্ডি থেকে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার
