রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মোহাম্মদপুরের সব হাউজিংয়ে বসছে সেনা ক্যাম্প
মোহাম্মদপুরের সব হাউজিংয়ে বসছে সেনা ক্যাম্প
বজ্রকণ্ঠ অনলাইন নিউজ ডেস্ক:
ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ছাড়াও যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটিগুলোতে ক্যাম্প বসাবে সেনাবাহিনী। অস্থায়ী এসব ক্যাম্পগুলো থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

শনিবার (২৬ অক্টোবর) দিনগত রাত ১টায় বছিলায় সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।
তিনি বলেন, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ অক্টোবর থেকে বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প করা হবে। ২ থেকে ৩টি হাউজিং এলাকার মধ্যে একটি করে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে, যেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।
মেজর নাজিম আহমেদ বলেন, শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল এক অভিযান পরিচালনা করে। বসিলা সুপারশপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুজনসহ মোট ৪৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুরে ২৭ থেকে ২৮টি কিশোর গ্যাংয়ের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে মেজর নাজিম আরও বলেন, এরইমধ্যে জেনেভা ক্যাম্পেই প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ রয়েছে। যাদের আটক করেছি, তাদের মধ্যে ১৫ থেকে ১৬ জন গডফাদার বা লিডারকে আমরা ধরেছি। এদের সবাই চাঁদাবাজি, ডাকাতি করতেন। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ তাদের দ্বারা ভুক্তভোগী।
সেনাবাহিনীর এ অভিযানের সঙ্গে র্যাব ও পুলিশের সদস্যরা ছিলেন এবং গ্রেপ্তারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ সেনাকর্মকর্তা।
বিষয়: #ক্যাম্প #মোহাম্মদপুর #সব #সেনা #হাউজিং




শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কর্তৃক ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীব-কে বিমানবন্দরে সংবর্ধনা
সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী কামরুল
হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামে ডা. এস এম সরওয়ারের গণসংযোগ
ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন
ছাত্র অলী আহমেদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন
তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হলে ধানের শীষে ভোট দিনঃ মিলন
নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা
