সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » স্যামসাংয়ের ৫০ ইঞ্চি এআই টিভি’তে ২৯% ছাড়
স্যামসাংয়ের ৫০ ইঞ্চি এআই টিভি’তে ২৯% ছাড়

[ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪] অনলাইন মার্কেটপ্লেস পিকাবু -তে অবিশ্বাস্য অফারে পাওয়া যাচ্ছে টিভি ব্র্যান্ড স্যামসাংয়ের ইউএইচডি ফোরকে টিভি। ২৯ শতাংশ ছাড়ের পরে ক্রেতারা মাত্র ৫৯,৯০০ টাকায় কিনতে পারবেন স্যামসাং DU7700 এআই ৫০ ইঞ্চি টিভি !
স্যামসাং-এর নিজস্ব টাইজেন ওএস সমর্থিত DU7700 টিভিতে রয়েছে অসাধারণ সব ফিচার। এর মধ্যে রয়েছে পারকালার প্রযুক্তি, যার মাধ্যমে টিভিতে আরও উজ্জ্বল রঙের ইমেজ উপভোগ করার মাধ্যমে নিজেদের টিভি দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবেন ক্রেতারা। ক্রিস্টাল প্রসেসর 4K এবং স্মার্ট থিংস হাবের ফলে এ টিভি দেখার ক্ষেত্রে চমৎকার সময় উপভোগ করবেন ক্রেতারা, সেটা হোক সপ্তাহান্তে ছুটির দিনে বন্ধুদের সাথে গেইম খেলাই কিংবা পছন্দের মানুষের সাথে মুভি নাইট।
এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “দেশের বাজারে পিকাবুর মতো পিকাবুর মত ই-কমার্সের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। পিকাবু স্যামসাং পণ্যের মান ও চাহিদার সাথে মিল রেখে ক্রেতাদের জন্য সেরা ডিল নিশ্চিত করবে এমন অফার নিয়ে আসে। যারা নতুন এন্টারটেইনমেন্ট সল্যুশন খুঁজছেন, তারা আর অপেক্ষা না করে পিকাবু থেকে সেরা দামে বিশ্বসেরা ব্র্যান্ডের প্রযুক্তিগতভাবে সর্বাধুনিক আপডেটেড টিভি নিয়ে নিন।” স্যামসাং DU7700 মডেলের ৫০ ইঞ্চি টিভির মূল্য ৮৯,৯০০ টাকা। তবে, পিকাবু থেকে অফার মূল্যে ৫৯,৯০০ টাকায় কেনা যাবে টিভিটি।
বিষয়: #স্যামসাং




অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা
নতুন প্রজন্মের গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন
