শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খুলনা » মোংলায় ৩২ পূজা মন্ডপের নিরাপত্তা দিল কোস্টগার্ড পশ্চিম জোন
মোংলায় ৩২ পূজা মন্ডপের নিরাপত্তা দিল কোস্টগার্ড পশ্চিম জোন
মনির হোসেন, মোংলা

শারদীয় দুর্গোৎসব ঘিরে মোংলা উপজেলার ৩২ পূজা মন্ডপের নিরাপত্তা দিতে নিরলসভাবে কাজ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় কোস্টগার্ড পশ্চিম জোন দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসিন জানান, ১২ অক্টোবর শনিবার দুপুরে শারদীয় দূর্গোৎসবের সমাপনী দিনে মোংলার কেন্দ্রীয় পূজা মন্ডপ ও দত্তের মেঠ পঞ্চগ্রাম পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজা উৎসবের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় ধর্মীয় উৎসব পালনে সর্বাত্বক সহযোগিতা করার জন্য কোস্টগার্ডকে ধন্যবাদ জানান মোংলা উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পূজা উৎসবের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি পলাশ দে, সাধারন সম্পাদক সুনীল রায়, সহ সভাপতি সন্তোষ মন্ডল, অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, পান্না লাল দে, রমেশ মন্ডল, পুরোহিত পলাশ চক্রবর্তী, দত্তের মেঠ পঞ্চগ্রাম পূজা মন্দিরের সভাপতি স্বপন শিকারী, সাধারণ সম্পাদক গোপাল সাধু প্রমূখ।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মুশফিক উস সালেহীন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরণের নাশকতা থেকে রক্ষা, উপাসনালয়সমূহ নিরাপত্তা প্রদান এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্টগার্ড । প্রতিমা বিসর্জনের সময় অতিউৎসাহী জনগণকে ধারনক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারনাও করেছে তারা। এছাড়াও প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরীদল সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানায় তারা। কোস্টগার্ডের এধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম প্রতীমা বিসর্জন পর্যন্ত তাদের টহণ অব্যাহত থাকবে।
বিষয়: #মোংলা




কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
