বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ধর্ম » জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূজা মন্ডপ পরিদর্শন
জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূজা মন্ডপ পরিদর্শন
নিজস্ব সংবাদ :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দের উদ্যোগে বিভিন্ন মন্দিরে পরিদর্শন করা হয়। এসময়ে তারা সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে সকলকে উদ্বুদ্ধ করেন। গত চার অক্টোবর থেকে জুড়ী উপজেলার বিভিন্ন প্রান্তের যৌথ (সামাজিক প্রতিষ্ঠান) ও পারিবারিক মন্ডপসমূহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময়ে তারা পরিদর্শনকৃত প্রতিটি মন্দিরের পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রাসঙ্গিক নানান বিষয়ে আলাপ করেন এবং যথাসাধ্য পাশে থাকবার অঙ্গীকার করেন। বিপ্লবকে সুসংহত রাখতে, একটি বৈষম্যমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে এবং রাষ্ট্রের যৌক্তিক সংস্কারে সনাতনী সম্প্রদায়কেও পাশে থাকার অনুরোধ করেন। এ সময়ে তারা পূজার নানান তথ্য সরবরাহ এবং প্রাসঙ্গিক প্রয়োজনে ইনফো সেল হিসেবে ০১৭২০-০৬২১৯৭ নাম্বারটি প্রদান করেন। ধারাবাহিক পরিদর্শন কর্মসূচিটি পরিচালনা করেন ওসমান গনি, টিআর রাজিন, মাহদি হাসান রাফী, নাঈম আহমদ, রিয়াদ রহমান, সুবিক পাল, আল মুর্শেদ, সায়মন খান প্রমুখ।




বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ
আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক যে কারণে আবশ্যক! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
জমাদিউল আউয়ালের প্রথম জুমা হোক জীবনের নতুন দিকনির্দেশনা
মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত।
আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা। দুধরচকী।
সফল হতে চান পবিত্র কোরআনের চার পরামর্শ মেনে চলুন!
গুনাহ মোচনের জন্য চারটি উপায়ে কাজ করা যেতে পারে!
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা
আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশন এর এজিএম ও লিডারশীপ কনফারেন্স অনুষ্ঠিত
