সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » নিজেকে ‘ছাগল’ বললেন মাহি
নিজেকে ‘ছাগল’ বললেন মাহি
ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন সময়ে বিতর্ক সৃষ্টি করে আলোচনা-সমালোচনা দুটোই অর্জন করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘ছাগল’ আখ্যা দিলেন। একইসঙ্গে মানুষ হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করলেন।

৫ অক্টোবর, শনিবার রাতে মাহিয়া মাহি তার ফেসবুকে লিখেছেন-‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব, ইনশাআল্লাহ।’
অভিনেত্রীর এই রহস্যময় পোস্টে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। জাহারা মিতু নামে এক উঠতি নায়িকার মন্তব্য, ‘অবশেষে মাহি বুঝল যে সে একটা ছাগল।’ লাইনটা তিনি খবরের শিরোনাম হিসেবে লিখেছেন। পরবর্তী হেডিং কেমন হতে পারে তাও জানতে চেয়েছেন মিতু।
অনেকে মন্তব্য করেছেন, একটা লম্বা সময় ধরে হাতে তেমন কাজ নেই মাহিয়া মাহির। স্বভাবিকভাবেই নেই তাকে নিয়ে কোনো আলোচনা। তাই আলোচনায় আসতেই মাহি ফেসবুকে এমন উদ্ভট পোস্ট দিয়েছেন।
কাজের ক্ষেত্রে মাহিকে সবশেষ দেখা যায় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে তিনি কিং খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন। তবে এই চরিত্রটি করে সে সময় সমালোচিত হন তিনি।
বিষয়: #মাহি




পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা
প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি
ভণ্ডামি থেকে মুক্তি চাই: আঁখি আলমগীর
গয়না চুরির অভিযোগে অভিনেত্রী গ্রেফতার
এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
ভক্তদের চমকে দিলেন জয়া
সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!
লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
